প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৪, ১৯:০৫
ফরিদগঞ্জ পাইকপাড়া উত্তর ইউনিয়ন জামায়াতের কর্মী সম্মেলন
ফরিদগঞ্জ উপজেলার ৭নং পাইকপাড়া উত্তর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৪ অক্টোবর শুক্রবার বিকেলে পাইকপাড়া ঈদগাহে ৭নং পাইকপাড়া ইউনিয়ন জামায়াতের আমীর মাও. আবু জাফর মঞ্জুর সভাপতিত্বে ও সেক্রেটারি মো. মহসিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে সংসদ সদস্য পদপ্রার্থী চাঁদপুর জেলা জামায়াতের নায়েবে আমীর মাও. বিল্লাল হোসেন মিয়াজী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের অফিস সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, ফরিদগঞ্জ উপজেলা আমীর মাওঃ আবুল হোসেন, সাবেক উপজেলা আমীর মাওঃ ইউনূস হেলাল, উপজেলা সেক্রেটারী কফিলউদ্দিন, জেলা ছাত্রশিবিরের সভাপতি মহরম আলী, সাবেক জেলা শিবির সভাপতি মাও. বেলায়েত হোসেন, ৭নং ইউনিয়ন সভাপতি মাও. আনিছুর রহমান, ওলামা বিভাগের সভাপতি মাওঃ বেল্লাল হোসেন, সহ- সেক্রেটারী আরিফ হোসেন, ৮নং ইউনিয়ন আমীর মাওঃ নুরুল ইসলাম, ওলামা পরিষদের প্রভাষক মাওঃ মাসুদ ও শ্রমিক কল্যাণ সভাপতি মাহিদুল ইসলাম। সম্মেলনে ইসলামী ছাত্রশিবির, ৭নং ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশন, ওলামা বিভাগের কর্মী ও সমর্থকগণ উপস্থিত ছিলেন।