প্রকাশ : ১৮ আগস্ট ২০২১, ০০:০০
মন্ত্রী পরিষদের নির্দেশে মতলব উত্তর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ করা হয়েছে।
১৬ আগস্ট সোমবার সকালে বৃক্ষ রোপণ ও বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ইউএনও গাজী শরিফুল হাসান।
এ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত সভায় ইউএনও গাজী শরিফুল হাসান বলেন, বৃক্ষ মানুষের পরম বন্ধু, বৃক্ষ ছাড়া পরিবেশ সুন্দর করা যায় না। একটি গাছ কাটা মানে একটা প্রাণ হত্যা করা। তাই মানুষের উচিত গাছ না কেটে বেশি বেশি গাছ রোপণ করে পরিবেশ রক্ষা করা, মানুষ, পশু, পাখি ও জীব বৈচিত্র্যের প্রাণ রক্ষা করা।
এ সময় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকমণ্ডলী, কোমলমতি শিক্ষার্থী, সাংবাদিকগণ ও উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।