সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫  |   ৩৩ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১১ এপ্রিল ২০২৫, ১৪:৪৩

গাংনীতে যৌথবাহিনীর অভিযানে বিদেশি পিস্তলসহ লাল্টু বিশ্বাস আটক

মো. জাকির হোসেন
লাল্টু কট!
ছবি : সংগৃহীত

মেহেরপুরের গাংনী উপজেলার ধলা গ্রামে যৌথবাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ লাল্টু বিশ্বাস (৪০) নামে একজনকে আটক করা হয়েছে।

আটক লাল্টু বিশ্বাস একই গ্রামের আক্কাস আলীর ছেলে।

শুক্রবার (১১ এপ্রিল) সকালে উপজেলার লক্ষ্ণীনারায়ণপুর ইউনিয়নের ধলা গ্রামে এই অভিযান চালানো হয়। যৌথবাহিনী সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে লাল্টু বিশ্বাসের বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে ৭.৬৫ এমএম বিদেশি একটি পিস্তল, তিন রাউন্ড গুলি ও দুটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

আটকের সময় স্থানীয় জনগণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে যৌথবাহিনী দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

গাংনী থানার ওসি বানি ইসরাইল বলেন,“আটক লাল্টু বিশ্বাসের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আজ তাকে আদালতে সোপর্দ করা হবে।”

স্থানীয় সূত্র জানায়, লাল্টু বিশ্বাস আগে থেকেই নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে এলাকায় গুঞ্জন রয়েছে। তার সঙ্গে কোনো বড় চক্রের সম্পৃক্ততা আছে কি না, সে বিষয়েও খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে, এই ঘটনায় এলাকাবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। কেউ কেউ বলছেন, এটি বড় কোনো সন্ত্রাসী চক্রের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হতে পারে।

পুলিশ ও যৌথবাহিনী সূত্রে জানা গেছে, মেহেরপুর সীমান্তবর্তী জেলা হওয়ায় এখানে অস্ত্র পাচার ও সন্ত্রাসী তৎপরতার আশঙ্কা সবসময়ই বেশি থাকে। তাই নিয়মিত অভিযান চালানো হচ্ছে।

বিশেষ প্রতিবেদকের অনুসন্ধান চলমান রয়েছে। বিস্তারিত তথ্য আসছে…......

ডিসিকে/এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়