প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৬, ১৩:২৪
পুরাণবাজারে ভোক্তা অধিকার ও যৌথবাহিনীর অভিযানে ৭ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুর শহরের পুরাণবাজার ট্রাংকপট্টিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ অভিযানে ৭টি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে ভেজাল বিরোধী এই অভিযানে শিশু খাদ্যে মেয়াদের তারিখ না থাকা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে এ অর্থদণ্ড প্রদান করা হয়। নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে পুরাণবাজার এলাকায় এই ঝটিকা অভিযান চালানো হয়। যৌথ বাহিনীর সহযোগিতায় অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী শিশু খাদ্যে উৎপাদন ও মেয়াদের তারিখ না থাকায় আলমগীর স্টোরকে ৫ হাজার টাকা, মাসুদ স্টোরকে ৫ হাজার টাকা, মাশাল্লাহ স্টোরকে ৫ হাজার টাকা এবং রাসেল স্টোরকে ৩ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় । এছাড়া একই অভিযানে মেয়াদোত্তীর্ণ খাবার পণ্য বিক্রির জন্যে সংরক্ষণ করায় জয় গোপাল স্টোরকে ১০ হাজার টাকা, মিলন স্টোরকে ৫ হাজার টাকা এবং মামণি স্টোরকে ২ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে ।
অভিযান চলাকালে জব্দকৃত বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ খাদ্যদ্রব্য জনসম্মুখেই ধ্বংস করা হয়। দণ্ডিত প্রতিষ্ঠানগুলো তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করে এবং ভবিষ্যতে এ ধরনের জনস্বার্থবিরোধী কাজ করবে না মর্মে অঙ্গীকারনামা প্রদান করে। উপস্থিত বহু মানুষ এই অভিযান প্রত্যক্ষ করেন।
অভিযান চলাকালে সেখানে বহু মানুষের ভিড় জমে যায়। সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জানান, জনস্বার্থে সেনাবাহিনী ও ভোক্তা অধিকারের এই যৌথ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।
অভিযান শেষে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মাঝে সচেতনতামূলক লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়।








