রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫  |   ৩১ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১১ এপ্রিল ২০২৫, ১৫:৫৬

ফের সুযোগ পাচ্ছে শিক্ষার্থীরা: জরিমানাসহ এইচএসসি ফরম পূরণ ১৩ এপ্রিল থেকে

বিশেষ সংবাদদাতা
ফের সুযোগ পাচ্ছে শিক্ষার্থীরা: জরিমানাসহ এইচএসসি ফরম পূরণ ১৩ এপ্রিল থেকে
ছবি : সংগৃহীত

ঢাকা: ২০২৫ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক কিন্তু নির্ধারিত সময়ে ফরম পূরণ করতে না পারা শিক্ষার্থীদের জন্য সুখবর এসেছে। ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, জরিমানাসহ ফের ফরম পূরণের সুযোগ দেওয়া হয়েছে।

বুধবার (১০ এপ্রিল) বোর্ডের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১৩ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত শিক্ষার্থীরা জরিমানা দিয়ে ফরম পূরণ করতে পারবে। সোনালী সেবার মাধ্যমে ফি জমা দেয়ার শেষ সময় ২২ এপ্রিল। সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের তত্ত্বাবধানে নির্ধারিত সময়ের মধ্যে ফরম পূরণ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

ফি জমার সময়সীমা ও পদ্ধতি

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ফি শুধুমাত্র সোনালী সেবার মাধ্যমে জমা দিতে হবে এবং ২২ এপ্রিলের মধ্যে তা নিশ্চিত করতে হবে। যারা পূর্ববর্তী সময়ে (২-১০ মার্চ) ফরম পূরণে ব্যর্থ হয়েছেন, তাদের বিশেষ বিবেচনায় এই সুযোগ দেওয়া হলো।

ফি বৃদ্ধির বিষয়েও আলোচনা

জানা গেছে, গত বছরের তুলনায় এবার সব বিভাগে ফরম পূরণের ফি বাড়ানো হয়েছে। বিষয়ভিত্তিক ফি-বৃদ্ধি শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে।

পরীক্ষার সময়সূচি ও নির্দেশনা

এবছরের এইচএসসি ও সমমান পরীক্ষা ২৬ জুন শুরু হয়ে ১০ আগস্ট পর্যন্ত চলবে। ব্যবহারিক পরীক্ষা শুরু হবে ১১ আগস্ট এবং চলবে ২১ আগস্ট পর্যন্ত।

ঢাকা বোর্ড ইতোমধ্যে পরীক্ষার পূর্ণ সময়সূচি প্রকাশ করেছে। তাতে বলা হয়েছে, পরীক্ষার্থীদের অবশ্যই পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশ করে নিজ নিজ আসনে বসতে হবে।

বিভাগভিত্তিক পরীক্ষার সময়

৩০ নম্বরের এমসিকিউ পরীক্ষা: ৩০ মিনিট

৭০ নম্বরের সিকিউ পরীক্ষা: ২ ঘণ্টা ৩০ মিনিট

ব্যবহারিক বিষয়ে ২৫ নম্বরের এমসিকিউ: ২৫ মিনিট

৫০ নম্বরের সিকিউ: ২ ঘণ্টা ৩৫ মিনিট

উল্লেখযোগ্য নির্দেশনা

এমসিকিউ ও সিকিউ অংশের মাঝে কোনো বিরতি থাকবে না।

পরীক্ষার সময়সূচি অনুযায়ী নিরবিচারে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

১৩টি কেন্দ্র বাতিল

এদিকে, পর্যাপ্ত পরীক্ষার্থী না থাকায় ঢাকার ১৩টি কেন্দ্র বাতিল করেছে বোর্ড। বাতিল কেন্দ্রগুলোর কোড নম্বর ও প্রতিষ্ঠানসমূহের তালিকা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। শিক্ষার্থীদের নিকটস্থ বিকল্প কেন্দ্রে স্থানান্তরের বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।

ডিসিকে/এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়