প্রকাশ : ১০ জুলাই ২০২৫, ০০:৫৭
কুমিল্লা বোর্ডের ১০ জুলাইয়ের এইচএসসি পরীক্ষা স্থগিত

ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলের কারণে ফেনী ও নোয়াখালী জেলার বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ায় কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীন বৃহস্পতিবার (১০ জুলাই ২০২৫) অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে।
|আরো খবর
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাকৃতিক দুর্যোগের কারণে শিক্ষার্থীদের নিরাপত্তা ও পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। স্থগিত হওয়া পরীক্ষার নতুন তারিখ ও সময়সূচি পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেয়া হবে।
তবে পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী আগামী ১৩ জুলাই থেকে অন্যান্য পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে।
কুমিল্লা শিক্ষাবোর্ডের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলকে বিষয়টি যথাযথভাবে অনুসরণ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।