রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫  |   ৩৩ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১১ এপ্রিল ২০২৫, ০২:৪৮

শ্রীনগরে বোরো ধানে বিপর্যয়!

চিটা হওয়ার চরম ঝুঁকিতে কৃষকের সোনালী স্বপ্ন, কৃষকদের চোখ এখন আকাশে!

আব্দুল মান্নান সিদ্দিকী
শ্রীনগরে বোরো ধানে বিপর্যয়!
শ্রীনগরের আড়িয়াল বিলে বিস্তীর্ণ বোরো ধানের ক্ষেত। প্রচণ্ড তাপদাহে সোনালী শীষ শুকিয়ে চিটা হওয়ার আশঙ্কায় কৃষকরা।

মুন্সীগঞ্জের শ্রীনগরের আড়িয়াল বিল জুড়ে এখন বোরো ধানের সবুজ ছায়া আর সোনালী শীষে ভরে উঠেছে। প্রতিটি মাঠ যেন প্রকৃতির সৌন্দর্যের অপার প্রতিচ্ছবি। তবে এই সৌন্দর্যের মাঝেও দুঃশ্চিন্তার ছায়া নেমে এসেছে কৃষকের মনে। প্রচণ্ড তাপদাহ ও দীর্ঘদিনের অনাবৃষ্টির ফলে সোনালী শীষগুলোতে ধানের পরিবর্তে চিটা হওয়ার আশঙ্কা করছেন তারা।

এলাকার সফল কৃষক আব্দুর রহমান জানান, তার জমিগুলোতে বোরো ধানের চারা ঘন সবুজ হয়ে উঠলেও ধানের শীষে এখনো পরিপূর্ণ দানা গঠন হয়নি। প্রচণ্ড রোদ আর খরার কারণে শীষগুলো অনেকটাই শুকিয়ে যাচ্ছে। জমিতে তিনি নিয়মিত হেঁচের (সেচ) মাধ্যমে পানি দিলেও প্রাকৃতিক বৃষ্টির অভাব পূরণ করতে পারছেন না।

> "বীজতলা থেকে ধান রোপণের পর একবার ঝড়-বৃষ্টি হয়েছিল, তারপর আর কোনো বৃষ্টির দেখা মেলেনি। এখন যদি একটু হালকা বৃষ্টি হয়, তাহলে ভালো ফলন পাওয়া যাবে। কিন্তু বৃষ্টি না হলে সোনালী শীষ চিটা হয়ে যাবে," — আশঙ্কা প্রকাশ করেন কৃষক আব্দুর রহমান।

শুধু আব্দুর রহমানই নন, আড়িয়াল বিলপাড়ের বহু কৃষক এখন একই দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন। ধানগাছের পরিপূর্ণ বৃদ্ধির জন্য প্রয়োজনীয় সময়টায় বৃষ্টির দেখা না পাওয়ায় প্রকৃতির দিকে চেয়ে আছেন তারা।

"আমরা চাষ করি, পানি দেই, সার দেই—সব কিছু করি। কিন্তু শেষ ভরসা আল্লাহর রহমত। এই সময়ে একটা হালকা বৃষ্টি আমাদেরকে রক্ষা করতে পারে।" — বলেন আরেক কৃষক ফজলুল হক।

স্থানীয় কৃষি অফিসের একজন কর্মকর্তা জানান, চলতি মৌসুমে শ্রীনগর উপজেলায় বোরো ধানের আবাদ হয়েছে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি। তবে বৃষ্টিহীনতা ও তাপদাহ অব্যাহত থাকলে ফলন ঘাটতির শঙ্কা থেকেই যাচ্ছে।

সরকারি সহায়তা ও যথাযথ নজরদারির মাধ্যমে কৃষকদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন স্থানীয় কৃষি সংগঠনের নেতারা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়