প্রকাশ : ২৫ আগস্ট ২০২৫, ২১:০৯
রামপুর ইউনিয়নের ৪, ৫ ও ৬নং ওয়ার্ড বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি উদ্বোধন

চাঁদপুর সদর উপজেলার রামপুর ইউনিয়নের ৪, ৫ ও ৬নং ওয়ার্ড বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
|আরো খবর
রামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তালিম হোসেন পাঠানের সভাপতিত্বে বিশেষ বক্তার বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. হযরত আলী ঢালী।
ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কাজী দ্বীন মোহাম্মদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক শরীফুল ইসলাম, সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাড. জাকির হোসেন ফয়সাল, জেলা ওলামা দলের সভাপতি মাও. মো. জসিম পাটওয়ারী, সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আকতার হোসেন সাগর, সদস্য মো. জাকির হোসেন তালুকদার, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক কেএম নজরুল ইসলাম নজু, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি তারেক হোসেন বিপ্লব, যুব বিষয়ক সম্পাদক এমএ খলিল, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু হানিফ কাকন, যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম নোমান, মহিউদ্দিন দুলাল, সদর উপজেলা ছাত্রদলের সভাপতি জিসান আহমেদ, সাধারণ সম্পাদক পারভেজ খান, ইউনিয়ন যুবদলের সভাপতি জুলহাস বেপারী। সভায় জেলা, উপজেলা ও ইউনিয়ন এবং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।