প্রকাশ : ২৬ আগস্ট ২০২৫, ০০:৩৫
চাঁদপুর শহর শাখা কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের আয়োজনে
কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা ২০২৫-এর শুভ উদ্বোধন

চাঁদপুর শহর শাখা কিশোরকণ্ঠ ফাউন্ডেশন আয়োজিত ঐতিহ্যবাহী মেধাবৃত্তি প্রকল্প 'কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা ২০২৫'-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
|আরো খবর
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান আহমাদ পারভেজ। এছাড়া উপস্থিত ছিলেন সদস্যবৃন্দ—আব্দুর রহমান, রাশেদ প্রধানীয়া, সাইফুল ইসলাম, সাইফ আল হাসান, সাইফুল ইসলাম আফনান ও আসিফ ইকবাল।
ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, “চাঁদপুর শহরের শিক্ষার্থীদের মেধা বিকাশে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিক্ষার্থীদের সৃজনশীলতা ও শিক্ষায় আগ্রহ বাড়াতে এই আয়োজন আমাদের ধারাবাহিক প্রচেষ্টা।”
পরীক্ষার ফরম ও সময়সূচি
আয়োজক সূত্রে জানা যায়, এ বছরের মেধাবৃত্তি পরীক্ষার ফরম সংগ্রহ শুরু হয়েছে ২৫ আগস্ট থেকে। ফরম জমা দেওয়ার শেষ তারিখ আগামী ২১ সেপ্টেম্বর ২০২৫ (রোববার)। পরীক্ষা অনুষ্ঠিত হবে ৩১ অক্টোবর ২০২৫ তারিখে।
চাঁদপুর সদর ও হাইমচর উপজেলার যে কোনো স্কুল ও মাদ্রাসার ৪র্থ থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীরা এই বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে। রেজিস্ট্রেশন করা যাবে অনলাইন ও অফলাইন উভয় মাধ্যমে। শিক্ষার্থীরা নিজ নিজ উপজেলার প্রতিনিধিদের মাধ্যমেও নিবন্ধন সম্পন্ন করতে পারবে।
ডিসিকে/এমজেডএইচ