শনিবার, ২৩ আগস্ট, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫, ১৪:৩০

কচুয়ায় খাল পরিষ্কার কর্মসূচি উদ্বোধন

খাল পরিষ্কার রাখতে সবার সহযোগিতা চাই -------উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ হেলাল চৌধুরী

আলমগীর তালুকদার
খাল পরিষ্কার রাখতে সবার সহযোগিতা চাই    -------উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ হেলাল চৌধুরী

খালের ময়লা আবর্জনা ও কচুরিপানা পরিষ্কারের মাধ্যমে পানির প্রবাহ স্বাভাবিক করা ও মশা, মাছির উপদ্রব থেকে রক্ষা করে দূষণমুক্ত পরিবেশ নিশ্চিত করতে কচুয়ায় খাল পরিষ্কার কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। শনিবার উপজেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে কচুয়া-হাজীগঞ্জ খালের কচুয়া উপজেলা পরিষদের দক্ষিণ পাশের খালে কচুরিপানা পরিষ্কারের মাধ্যমে কর্মসূচি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ হেলাল চৌধুরী।

এ সময় তিনি বলেন, খাল পরিষ্কার পরিচ্ছন্নতা একটি চলমান কর্মসূচি। এ কর্মসূচির ফলে ডেঙ্গু মশার প্রজনন কমে যাবে। তিনি খালের মধ্যে আবর্জনা না ফেলতে সবাইকে আহ্বান জানান। তিনি বলেন, সুস্থতার জন্যে খাল পরিষ্কার রাখতে সবার সহযোগিতা চাই ।

তিনি আরো বলেন, পৌর এলাকার খালের আবর্জনা পরিষ্কার ও খালের পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা সরিয়ে দিবো। বৃষ্টির মধ্যে মাইক হাতে দাঁড়িয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা খালের ময়লা ময়লা আবর্জনা পরিষ্কারের নির্দেশনা প্রদান করেন।

নির্ধারিত শ্রমিক ও সামাজিক সংগঠন আলোর মশাল, একতা বন্ধন ও আলোর দিশারীর স্বেচ্ছাসেবী সংগঠনের শতাধিক কর্মী খালের ময়লা আবর্জনা ও কচুরিপানা পরিষ্কার কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

এ সময় পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলাম, কনজারভেন্সি পরিদর্শক গাজী মনির, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. নাহিদ ইসলাম, আলোর মশালের সভাপতি ওমর ফারুক সাইম, সাধারণ সম্পাদক ফরহাদ, একতা যুব সমাজকল্যাণ সংঘের সভাপতি আল হাসান নাহিদ, আলোর দিশারীর বাবুল মিয়াসহ স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীগণ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়