শনিবার, ২৩ আগস্ট, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫, ০৯:৫১

শৈশব

অনলাইন ডেস্ক
শৈশব

কাজী আজিজুল হাকিম (নাহিন) শৈশব

বাংলার নদী, খাল, মাঠ আর ধান

পালতোলা নৌকায় উড়ে যায় প্রাণ

সকাল হলে মক্তবে যাই

দুপুর হলে পাঠশালার ছুটি পাই

বিকেল বেলা খেলাধুলায় মেতে

সন্ধ্যা হলে বই খুলি হাতে

হারিকেনের আলো জ্বলে সন্ধ্যে-রাতে

চোখে ঘুম... অনেক স্বপ্ন

ঘুম ভাঙলেই ভোর

খুঁজেই পাই না সেই দিন

বৃষ্টিতে খেলা...

খাল-পাড়ে ছোটাছুটির বেলা

চোখের অশ্রুতে

স্মৃতিতে রয়েছে সেই পল্লিগ্রাম

ও শৈশবের নাম।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়