প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫, ০৯:৫২
মহাসাগরের পাড়ে বালির খেলা!
অনলাইন ডেস্ক

ড. আবদুস সাত্তার মহাসাগরের পাড়ে বালির খেলা!
মহাসাগরের নোনাজলের ঢেউ এসে,
বালির উপরে আছড়ে পড়ে।
ছোট্ট বড় আনন্দে মাতে সাগর জলে
বালি নিয়ে খেলা করে তীরে।কেউ লিখে নাম, কেউ ঢাকে শরীর
কেউবা আবার করে খেলা।
ঝলমলে রৌদ্রস্নানে যুগল জীবন
খেলতে আনন্দে যায় বেলা।মহাসাগরের তীরে বালির মাঝে এই আনন্দ মেলা স্মৃতি হয়ে থাকবে চিরকাল এই বালি সান্নিধ্য খেলা।