রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫  |   ৩১ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১১ এপ্রিল ২০২৫, ০২:৩৩

শ্রীনগরে এসএসসি পরীক্ষার প্রথম দিন: উৎসবের আমেজ, কঠোর নিরাপত্তা

আব্দুল মান্নান সিদ্দিকী
শ্রীনগরে এসএসসি পরীক্ষার প্রথম দিন: উৎসবের আমেজ, কঠোর নিরাপত্তা

মুন্সীগঞ্জের শ্রীনগরে আজ (বৃহস্পতিবার) উৎসবমুখর পরিবেশে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ২০২৫ পরীক্ষার প্রথম দিনের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় শুরু হওয়া পরীক্ষায় অংশ নিতে পরীক্ষার্থী ও অভিভাবকদের পদচারণায় মুখরিত ছিল কেন্দ্রগুলো।

সরেজমিনে দেখা যায়, সকাল ৯টা থেকেই পরীক্ষা কেন্দ্রগুলোর আশেপাশে শিক্ষার্থীদের কলকাকলিতে মুখরিত হয়ে ওঠে। অভিভাবকরাও তাদের সন্তানদের শুভকামনা জানাতে কেন্দ্রে উপস্থিত ছিলেন। এই মিলনমেলায় এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কঠোর নিরাপত্তা নিশ্চিত করেন। পরীক্ষার্থীরা সুশৃঙ্খলভাবে কেন্দ্রে প্রবেশ করে এবং শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা দেয়।

পরীক্ষা শেষে বেশ কয়েকজন শিক্ষার্থী জানায়, তাদের বাংলা প্রথম পত্রের পরীক্ষা ভালো হয়েছে। তবে কেউ কেউ সময়ের স্বল্পতার কথা উল্লেখ করে।

এ বছর শ্রীনগরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ২৯১৪ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে এসএসসিতে ২৬৭০ জন, দাখিলে ১৫২ জন এবং কারিগরি ও ভোকেশনালে ৯২ জন শিক্ষার্থী রয়েছে। উপজেলার ৩টি মূল কেন্দ্র ও ৭টি ভেন্যুতে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

পরীক্ষা কেন্দ্রগুলোতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। কেন্দ্রগুলোতে মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষার্থীদের তল্লাশি করা হয় এবং কেন্দ্রের আশেপাশে অবৈধ জমায়েত নিষিদ্ধ করা হয়।

উপজেলা শিক্ষা অফিসার জানান, প্রথম দিনের পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে এবং আগামী পরীক্ষাগুলোতেও সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পরীক্ষার প্রথম দিনে উৎসবমুখর পরিবেশ এবং কঠোর নিরাপত্তা ব্যবস্থা শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে স্বস্তি এনে দিয়েছে।

ডিসিকে/এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়