সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জ পাকহানাদার মুক্ত দিবস পালন
  •   যৌথ অভিযানে কচুয়া থানার লুণ্ঠিত পিস্তলের ৮ রাউন্ড গুলি উদ্ধার
  •   দৈনিক ইনকিলাবের প্রশাসনিক কর্মকর্তা শহীদুল্লাহ্ মিজির দাফন সম্পন্ন
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা

প্রকাশ : ০৮ জুন ২০২৩, ০০:০০

ভালোবাসার বন্ধনে ২৬ বছর পথচলা
মোঃ মঈনুল ইসলাম কাজল

দৈনিক চাঁদপুর কণ্ঠ চাঁদপুর জেলার ইতিহাস ও ঐতিহ্যের অবিচ্ছেদ্য একটি নাম। সুন্দর সুশৃঙ্খল সুপরিচিত চাঁদপুর গড়তে ‘চাঁদপুর কণ্ঠে'র অবদান চাঁদপুরবাসী আজীবন স্মরণ রাখবে। চাঁদপুর কণ্ঠের সাহসী ভূমিকায় আজ চাঁদপুরে পত্রিকা জগৎ সমৃৃদ্ধ। এ পেশায় বিপুল সংখ্যক সংবাদকর্মী আজ বীরদর্পে তথ্য সংগ্রহে বিচরণ করছে জেলার প্রতিটি অঞ্চলে। যাদের সাথে ২৬ বছর পূর্বে এ পেশায় যাত্রা শুরু করেছিলাম আমিও। আজ তাদের মধ্যে অনেকেই সম্পাদক সহ সাংবাদিক সংগঠনগুলোর নেতৃত্ব দিচ্ছেন। অনেকেই আবার প্রকাশক হয়ে গেছেন। জীবনের শুরুতে কখনো ভাবিনি এ পেশায় নিজেকে নিয়োজিত করবো। রাজধানী শহর ঢাকায় লেখাপড়া করে মায়ের ভালোবাসার টানে যখন শাহরাস্তিতে ফিরে আসি, ঠিক তখনই চাঁদপুর সরকারি কলেজের ইসলামের ইতিহাস বিভাগের প্রধান আমার শ্রদ্ধেয় ভাবী বিলকিস আজিজের সার্বিক সহযোগিতায় ও অনুপ্রেরণায় চাঁদপুর কণ্ঠে যোগদান করি। সেই থেকে আজ দীর্ঘ ২৬ বছরের পথচলা। যদিও কাগজ-কলমের বাইরে বলতে গেলে আমি চাঁদপুর কণ্ঠের সাথে প্রতিষ্ঠালগ্ন থেকেই জড়িয়ে আছি।

চাঁদপুর কণ্ঠের শুরুতে পত্রিকাটি প্রকাশের আগেই শ্রদ্ধেয় বড় ভাই প্রতিষ্ঠাতা সম্পাদক অ্যাডঃ ইকবাল-বিন বাশায় ঢাকায় অনুমোদনের জন্যে ছুটােছুটি করছিলেন, তখন আমি ঢাকায় থাকতাম। ইকবাল ভাই পত্রিকাটির লোগো ডিজাইন আমাদেরকে দেখিয়ে বলেছিলেন, কেমন হয়েছে? তখন তেমন কিছু বুঝতে না পারলেও বলেছিলাম, ভালো হয়েছে। সাহসী ও প্রাণবন্ত একজন মানুষ ইকবাল-বিন-বাশার। তার সাহসিকতায় আজ চাঁদপুর কণ্ঠ নিয়মিত প্রকাশিত একটি দৈনিক। সাহসীরা কখনো হাল ছাড়ে না এবং যোগ্য ব্যক্তি বেছে নিতে তাদের সমস্যা হয় না। দৈনিক চাঁদপুর কণ্ঠকে শক্ত হাতে সঠিক গন্তব্যে নিয়ে যেতে যাঁর শ্রমণ্ডঘাম ও সততার পরিচয় জেলা জুড়ে, তিনি আর কেউ নন, চাঁদপুরে সংবাদপত্র শিল্পের উজ্জ্বল নক্ষত্র সাংবাদিক-গুরু শ্রদ্ধেয় কাজী শাহাদাত। পত্রিকাটির প্রধান সম্পাদকের দায়িত্ব নিয়ে সাংবাদিকদের আস্থার প্রতীক হিসেবে দায়িত্বপালন করে যাচ্ছেন। একটি স্থানীয় পত্রিকাকে জাতীয় মানের হিসেবে উপস্থাপন করতে সকল প্রকার চেষ্টারই কমতি রাখেননি তিনি। দেশের কিছু কিছু জাতীয় পত্রিকা থেকে অনেক কিছুতেই এগিয়ে দৈনিক চাঁদপুর কণ্ঠ। তার একমাত্র অবদান প্রধান সম্পাদক কাজী শাহাদাতের।

পত্রিকাটির সাথে নিজেকে জড়িয়ে কী পেয়েছি সেটার বিচার না করে বলতে চাই, বস্তুনিষ্ঠ সংবাদ ও পেশাদার সাংবাদিক হিসেবে নিজেকে ফুটিয়ে তুলতে চাঁদপুর কণ্ঠের প্রতি আমি কৃতজ্ঞ। দৈনিক চাঁদপুর কণ্ঠের ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে নিজে আজ গর্ব করে বলতে চাই, আমি দৈনিক চাঁদপুর কণ্ঠ পরিবারের একজন সদস্য।

বিভিন্ন সময় সংবাদকর্মীগণ সুযোগ-সুবিধা ও নানা বিষয়ের জন্যে কর্মস্থল পরিবর্তন করে থাকেন। আমিই সেই ব্যক্তি, যে চাঁদপুর কণ্ঠের ভালোবাসায় ২৬টি বছর পার করে দিয়েছি। জীবনের বাকি সময়গুলো চাঁদপুর কণ্ঠের সাথেই থাকতে চাই।

চাঁদপুর কণ্ঠের ২৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ৩০তম বছরে পদার্পণ উপলক্ষে শাহরাস্তি উপজেলাবাসী সহ জেলার সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আসুন আমরা চাঁদপুর জেলার ঐতিহ্য প্রথম দৈনিক চাঁদপুর কণ্ঠকে ভালোবাসি। পরিশেষে সকলের প্রতি আহ্বান : সাথে থাকুন, পাশে থাকুন, দৈনিক চাঁদপুর কণ্ঠকে ভালোবাসুন।

লেখক : ব্যুরো ইনচার্জ, শাহরাস্তি, দৈনিক চাঁদপুর কণ্ঠ ও সভাপতি, শাহরাস্তি প্রেসক্লাব।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়