প্রকাশ : ১৩ নভেম্বর ২০২১, ০০:০০
বাংলাদেশ আওয়ামী যুবলীগের সংগ্রাম, ঐতিহ্য, সাফল্যের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী যুবলীগের বর্ণাঢ্য র্যালি ও কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১১ নভেম্বর বিকেল ৪টায় মতলব দক্ষিণ উপজেলা আওয়মী লীগ কার্যালয় থেকে একটি র্যালি বের হয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয়ে এসে আলোচনা সভায় মিলিত হয়।
পরে উপজেলা আওয়ামী যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শ্রী চন্দন সাহার সভাপতিত্বে এবং মতলব পৌর আওয়ামী যুবলীগের সভাপতি মেজবা উদ্দিন সোহাগ সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল মতিন পাটওয়ারী, মতলব পৌর যুবলীগের সিনিয়র সহ-সভাপতি রিপন পাটওয়ারী, মতলব পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ৪নং ওয়ার্ড কাউন্সিল আনিছুর রহমান আনু, খাদেরগাঁও ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ কাউছার প্রধান, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন হাওলাদার, নারায়ণপুর পৌর যুবলীগের সভাপতি কামরুল ইসলাম কাকন, সাধারণ সম্পাদক জাহিদ খান বাবু, খাদেরগাঁও ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম শান্ত, ৫নং উপাদী ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক বারেক প্রধান, ৬নং উপাদী ইউনিয়ন যুবলীগের সভাপতি রুবেল, যুবলীগ নেতা নাজির প্রধান, পৌর যুবলীগের ১নং ওয়ার্ড যুবলীগ নেতা কামাল হোসেন বেপারী, ৪নং যুবলীগের সভাপতি আবু হাসনাত খোকা, ৫নং ওয়ার্ড যুবলীগ নেতা নিশাত ভূঁইয়া রুবেল, কাউছার প্রধান প্রমুখ। এ সময় উপজেলা ও পৌর যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।