সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৫, ১৭:১৪

আদিবা হত্যা মামলার আসামী ইমনের বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা

মুহাম্মদ আরিফ বিল্লাহ
আদিবা হত্যা মামলার আসামী ইমনের বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা
প্রতিকি ছবি

মতলব দক্ষিণ উপজেলার আলোচিত আদিবা হত্যা মামলার প্রধান আসামী একই এলাকার মজিবুর রহমানের ছেলে ইমনের বসতঘর জ্বালিয়ে দিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী।

শুক্রবার (২৪ জানুয়ারি ২০২৫) সকাল সাড়ে ১১ টার দিকে নিহত স্কুল শিক্ষার্থী আদিবা ইসলামের শোক থেকে ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে ইমনের বাড়ি জ্বালিয়ে দেয় বলে জানান এলাকাবাসী। এতে তাদের বসতঘরের ৩টি কক্ষসহ ঘরে থাকা আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। তবে বাড়ি-ঘর পুড়িয়ে দেওয়ার কোনো তথ্য জানা নেই বলে জানিয়েছে মতলব দক্ষিণ থানা পুলিশ।

জানা যায়, মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও উত্তর ইউনিয়নের পাঁচদোনা গ্রামের প্রবাসী আলাউদ্দিন বেপারীর ৩য় শ্রেণির স্কুল পড়ুয়া মেয়ে আদিবা ইসলাম (৮) গত ২০ জানুয়ারি বিকেল ৪টার দিকে নিজ বাড়ির সামনে খেলা করতে গিয়ে নিখোঁজ হয়। আদিবার সহপাঠী তাসফিয়ার তথ্য মতে, গোলাপ ফুল দেওয়ার কথা বলে একই এলাকার ইমন নামের এক যুবক আদিবাকে নিয়ে যায়। সেই সূত্র ধরে আদিবার মা মতলব দক্ষিণ থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। ওই মামলায় পুলিশ মুজিবুর রহমানের ছেলে ইমন ও লিটন সরকারের ছেলে ইয়াসিন সরকারকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠায়। পুলিশ দুজনকে গ্রেপ্তার করলেও আদিবার সন্ধান দিতে না পারায় গেল বৃহস্পতিবার এলাকায় মানববন্ধন ও সড়ক অবরোধ করে এলাকাবাসী। পরে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা এসে এলাকার বিভিন্ন পুকুর ও নির্জন স্থানে আদিবাকে খুঁজতে গিয়ে আজিজ প্রধানীয়া বাড়ির পুকুর পাড়ে খড় (গোখাদ্য) দিয়ে ঢেকে রাখা অবস্থায় আদিবার লাশ উদ্ধার করে। তারই ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে ইমনের বাড়ি জ্বালিয়ে দেয় বলে জানান এলাকাবাসী।

মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সালেহ্ আহাম্মদ জানান, আমরা দুজন আসামীকে গ্রেফতার করেছি। প্রথমে অপহরণ মামলা হিসেবে রেকর্ড করি। আদিবার লাশ উদ্ধারের পর এটি হত্যা মামলায় রূপান্তর হয়ে যায়। মামলার অগ্রগতি সম্পর্কে তিনি বলেন, বিষয়টিতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমাদের তদন্ত টিম কাজ করছে। এছাড়া আসামীদের রিমান্ডের আবেদন করা হয়েছে। শুনানি শেষে রিমান্ড মঞ্জুর হলে আমরা আরো তথ্য জানতে পারবো। আসামীর বাড়ি জ্বালিয়ে দেয়া সম্পর্কে তিনি বলেন, এ ধরনের কোনো তথ্য আমার কাছে নেই।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়