প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৫, ২০:৩৪
চাঁদপুর সদর উপজেলা বিএনপির নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে রাজরাজেশ্বর ইউনিয়ন বিএনপির ফুলেল শুভেচ্ছা
স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলা বিএনপির নবনির্বাচিত আহ্বায়ক শাহজালাল মিশন ও সদস্য সচিব অ্যাড. জাহাঙ্গীর হোসেন খানসহ নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন রাজরাজেশ্বর ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ। শুক্রবার (২৪ জানুয়ারি ২০২৫) সন্ধ্যায় চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের বাসভবন মুনিরা ভবনে এই ফুলেল শুভেচ্ছা জানান নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন রাজরাজেশ্বর ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী ওসমান গাজী, সাধারণ সম্পাদক আবুল হাসেম চোকদার, সহ-সভাপতি ইউছুফ ঢালী, যুগ্ম সাধারণ সম্পাদক জহির মিজি, সেকুল বেপারী, সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী দেওয়ান, ইউনিয়ন যুবদলের সভাপতি কবির চোকদার, সাধারণ সম্পাদক রমজান আলী, ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নাহিদসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।