বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৬, ১৮:৫৯

রামগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি বাহার আর নেই

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি।।
রামগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি বাহার আর নেই

লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার বারবার কারা নির্যাতিত নেতা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, রামগঞ্জ সরকারি কলেজের সাবেক ভিপি ও ৭নং দরবেশপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জননেতা মাহবুবুর রহমান বাহার (ভিপি) বৃহস্পতিবার (১৫ জানুয়ারি ২০২৬) বিকেল সাড়ে ৪টায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। তাঁর মৃত্যুতে রামগঞ্জ সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক নেতৃবৃন্দ, রামগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোজাম্মেল হক মজু, সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন (জিএস মনোয়ার), রামগঞ্জ আসনের বিএনপির সংসদ সদস্য পদপ্রার্থী শাহাদাত হোসেন সেলিমসহ বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, জামায়াতের সংসদ সদস্য প্রার্থী নাজমুল হাসান পাটোয়ারী, ইসলামী আন্দোলনের সংসদ সদস্য প্রার্থী মো. জাকির হোসেন পাটোয়ারী, এনসিপির সংসদ সদস্য প্রার্থী মাহবুব আলমের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।

নেতৃবৃন্দ শোক বার্তায় বলেন, ভিপি মাহবুবুর রহমান বাহারের মৃত্যুতে রামগঞ্জবাসী রাজনৈতিক অঙ্গনের এক নক্ষত্রকে হারালো।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়