প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৫, ০০:০৮
বর্ণিল আয়োজনে চাঁদপুর সরকারি কলেজ শিবিরের প্রকাশনা উৎসব
ঐক্য বিনষ্ট করার চক্রান্তের বিরুদ্ধে সচেতন থাকতে হবে
------------- ঢাবি'র সাবেক সভাপতি সাদিক কায়েম
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চাঁদপুর সরকারি কলেজ শাখার আয়োজনে কলেজ মাঠে ৩ দিনব্যাপী প্রকাশনা উৎসবের আয়োজন করা হয়েছে।
|আরো খবর
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির প্রতিষ্ঠার পর থেকে সব সময় এদেশের আপামর ছাত্র-জনতার কাছে সুস্থ ধারার রাজনীতির প্রতি আহ্বান করে আসছে। এদেশের ছাত্ররা যেন নৈতিকতায় সচেতন হয়, তারা যেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী হয় এবং আগামীর বাংলাদেশের জন্যে নিজেকে প্রস্তুত করে, সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
তিনি বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে ইসলামী ছাত্রশিবির পলিসি মেকিং এবং মাঠ পর্যায়ে জড়িত ছিলো। এ আন্দোলনে ছাত্রদল, ছাত্র আন্দোলন, খেলাফতে মজলিস সহ প্রায় সকল ছাত্র সংগঠন অংশগ্রহণ করেছিল। যার ফলে আমরা আজাদী পেয়েছি। নতুন বাংলাদেশে আমাদের স্বপ্ন হচ্ছে, এখানে কোনো বৈষম্য থাকবে না, এখানে কেউ দাস হয়ে থাকবে না।
তিনি আরো বলেন, আমরা এমন বাংলাদেশ চাই, যেখানে সবাই তাদের আইডিয়া উপস্থাপন করবে। ছাত্ররা যার আইডিয়া ভালো লাগে তা রিসিভ করবে, যার আইডিয়া ভালো লাগবে না তার সমালোচনা করবে। কোনো হকিস্টিক-অস্ত্র প্রদর্শন করবে না। গত ১৬ বছর শিবিরকে দানব আকারে উপস্থাপন করা হয়েছে। কিন্তু বর্তমান জেনারেশন যথেষ্ট সচেতন। তারা শিবিরকে ভালোভাবে স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করছে। ২৪-এর অভ্যুত্থানে আমাদের যে ঐক্য ছিলো তা বিনষ্ট করার জন্যে পতিত শক্তি এবং তাদের দোসররা নানা চক্রান্ত করছে। এ জায়গায় আমাদের সর্বোচ্চ সচেতন থাকতে হবে। চাঁদপুরের সাধারণ শিক্ষার্থীদের প্রতি আমার আহ্বান, আপনারা সত্যের সঙ্গে, ঐক্যের পথে থাকবেন। ইসলামী ছাত্রশিবির সব সময় আপনাদের পাশে আপন ভাইয়ের মতো থাকবে।
রোববার (২৬ জানুয়ারি, ২০২৫) সকালে এ উৎসবের উদ্বোধন করেন চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এ কে এম আব্দুল মান্নান। তিনি বলেন, এখানে বিভিন্ন নৈতিক বই রয়েছে। বই মানে পড়া, পড়া মানে জ্ঞান। শিবিরের এই উদ্যোগকে সাধুবাদ জানান। তিনি আরো বলেন, আমরা চাই অন্যান্য ছাত্র সংগঠনও এমন আয়োজন করুক। এ ধরনের আয়োজন বেশি হলে শিক্ষার্থীরা উপকৃত হবেন এবং তারা জ্ঞান-বিজ্ঞান চর্চায় আরো এগিয়ে যাবেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলার আমীর মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী, চাঁদপুর শহর শিবিরের সভাপতি মহররম আলী, সেক্রেটারি জাহিদুল ইসলাম, সাবেক সভাপতি জুবায়ের হোসেন, শেখ বেলায়েত হোসেন, মুজাহিদুল ইসলাম প্রমুখ।
ডিসিকে/এমজেডএইচ