প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৫, ২০:০৩
চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের সাথে চাঁদপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা
চাঁদপুর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুনতাসির আহমেদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন চাঁদপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি। রোববার (২৬ জানুয়ারি ২০২৫) বিকেলে সাক্ষাৎকালে প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সভাপতি রহিম বাদশা ও সাধারণ সম্পাদক কাদের পলাশসহ কার্যনির্বাহী পরিষদের সদস্যরা মুনতাসির আহমেদকে ফুলেল শুভেচ্ছা জানান।
|আরো খবর
চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎকালে জেলার আইনশৃঙ্খলা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। এ সময় চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুনতাসির আহমেদ ও চাঁদপুর প্রেসক্লাবের নেতৃবৃন্দ বিচার বিভাগের পারস্পরিক সহযোগিতা কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী, সাবেক সাধারণ সম্পাদক জিএম শাহীন, বর্তমান কমিটির সহ-সভাপতি আলম পলাশ, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল আউয়াল রুবেল, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম রনি, অ্যাড. মোহাম্মদ ইয়াসিন আরাফাত, একে আজাদ, তালহা জুবায়ের, সিনিয়র কার্যকরী সদস্য মুনির চৌধুরী, প্রচার ও দপ্তর সম্পাদক শরীফুল ইসলাম, প্রকাশনা ও লাইব্রেরি সম্পাদক হাসান মাহমুদ।