বুধবার, ২৭ আগস্ট, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৫, ০২:১৮

হাজীগঞ্জের রামপুর উচ্চ বিদ্যালয়ে জেলা শিক্ষা অফিসারের পরিদর্শন

মো. জাকির হোসেন
হাজীগঞ্জের রামপুর উচ্চ বিদ্যালয়ে  জেলা শিক্ষা অফিসারের পরিদর্শন
ছবি : সংগৃহীত

চাঁদপুর জেলার জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ ২০২৫ সালের ২৬ আগস্ট মঙ্গলবার হাজীগঞ্জ উপজেলার রামপুর উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন। এ সময় তিনি আগামী ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফল উন্নয়নে বিদ্যালয়ের জন্য সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা গ্রহণের ওপর জোর দেন এবং একাধিক দিকনির্দেশনা প্রদান করেন।

জেলা শিক্ষা অফিসার শিক্ষার্থীদের শিক্ষকদের মধ্যে ভাগ করে দিয়ে পরিকল্পিতভাবে তত্ত্বাবধান, শ্রেণিকক্ষমুখী শিক্ষার ওপর জোর, অভিভাবক-শিক্ষক-শিক্ষার্থী ত্রিমাত্রিক সম্পর্ক উন্নয়ন এবং শিক্ষকদের মাধ্যমে শিক্ষার্থীদের হোম ভিজিটিং কার্যক্রম পরিচালনার পরামর্শ দেন। তিনি নিয়মিত অভিভাবক সমাবেশ আয়োজন এবং শিক্ষার্থীদের মোবাইল ফোন ও অন্যান্য ডিজিটাল ডিভাইসের অপব্যবহার থেকে দূরে রাখার বিষয়ে বিশেষভাবে গুরুত্বারোপ করেন।

এছাড়া, শিক্ষার্থীদের মধ্যে ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করা, খেলাধুলা ও শরীরচর্চা এবং সহপাঠক্রমিক কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার নির্দেশনা দেন তিনি। শিক্ষকদের সময়মতো শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত হওয়া, প্রস্তুতিপূর্ণ পাঠদানের জন্য প্রস্তুতি নিয়ে আসা এবং নির্ধারিত সময় পর্যন্ত বিদ্যালয়ে অবস্থান করার ওপরও গুরুত্ব দেন।

একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমের পাশাপাশি বিদ্যালয়ের সামগ্রিক পরিবেশ ও শিক্ষার মান উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ।

ডিসিকে/এমজেডএইচ
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়