প্রকাশ : ২৭ আগস্ট ২০২৫, ১৪:১৬
যৌথবাহিনী কর্তৃক হাজীগঞ্জ উপজেলায় তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী আটক

মঙ্গলবার (২৬ আগস্ট ২০২৫) রাত ১০টা ২০ মিনিটে স্থানীয় গোপন তথ্যের ভিত্তিতে হাজীগঞ্জ আর্মি ক্যাম্প হতে তালিকাভুক্ত অপরাধী এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে হাজীগঞ্জ উপজেলার বেলচোঁ বাজার এলাকা থেকে মাদক ব্যবসায়ী মো. আরিফ তফাদার (৩৬)কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তির নিকট হতে ১১০ পিচ ইয়াবা, নগদ ৯ হাজার ৯৫০ টাকা এবং ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরবর্তীতে আইনী ব্যবস্থাগ্রহণ করার জন্যে উদ্ধারকৃত সামগ্রী এবং গ্রেফতারকৃত ব্যক্তিকে হাজীগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। চাঁদপুর আর্মি ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।