প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৫, ২০:২৫
চাঁদপুর প্রেসক্লাবের সাথে জেলা আইনজীবী সমিতির ফুলেল শুভেচ্ছা বিনিময়
চাঁদপুর প্রেসক্লাবের উদ্যোগে জেলা আইনজীবী সমিতির সাথে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় হয়েছে। রোববার (২৬ জানুয়ারি ২০২৫) বিকেলে জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে নবগঠিত কমিটির সভাপতি মোহাম্মদ বাবর বেপারী ও সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন (মেহেদী হাসান)কে ফুলেল শুভেচ্ছা জানান প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা ও সাধারণ সম্পাদক কাদের পলাশসহ কার্যনির্বাহী পরিষদের সদস্যরা। পরে আইনজীবী সমিতির নেতৃবৃন্দ প্রেসক্লাব নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান।
|আরো খবর
শুভেচ্ছা বিনিময় শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জুডিসিয়াল ভবন নির্মাণসহ বিচার বিভাগ ও জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উভয় পক্ষের আলোচনা হয়। বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা, সাধারণ সম্পাদক কাদের পলাশ, জেলা আইনজীবী সমিতির সভাপতি মোহাম্মদ বাবর বেপারী ও সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী, সাবেক সাধারণ সম্পাদক জিএম শাহীন, বর্তমান কমিটির সহ-সভাপতি আলম পলাশ, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল আউয়াল রুবেল, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম রনি, অ্যাড. মোহাম্মদ ইয়াসিন আরাফাত (ইকরাম), একে আজাদ, তালহা জুবায়ের, সিনিয়র কার্যকরী সদস্য মুনির চৌধুরী, প্রচার ও দপ্তর সম্পাদক শরীফুল ইসলাম, প্রকাশনা ও লাইব্রেরি সম্পাদক হাসান মাহমুদ। আইনজীবী সমিতির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি অ্যাড. মঞ্জুর আলম চৌধুরী, জুনিয়র সহ-সভাপতি অ্যাড. মো. ফরিদ আহমেদ মিয়া (রিপন), যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. মোহাম্মদ আতিকুর রহমান হাওলাদার, লাইব্রেরি সম্পাদক অ্যাড. আবদুল কাদের খান, রানিং অডিটর অ্যাড. মোহাম্মদ মুসলিম মিয়াজী, চেয়ারম্যান রেজিস্ট্রারিং অথরিটি অ্যাড. মো. সানজিদ হাসান (সানি), সদস্য রেজিস্ট্রারিং অথরিটি অ্যাড. কামরুল হাসান প্রধান, অ্যাড. তানজীর আহমেদ ও অ্যাড. আবদুল কাদের জিলানী।