সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৫, ২০:৩২

বড়কুল রামকানাই উবির ম্যানেজিং কমিটি অনুমোদন

হাজীগঞ্জ ব্যুরো
বড়কুল রামকানাই উবির ম্যানেজিং কমিটি অনুমোদন
হাজীগঞ্জের বড়কুল পূর্ব ইউনিয়নের বড়কুল রামকানাই উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান ও অভিভাবাক সদস্য হলেন হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাসান মাহমুদ। ছবি : চাঁদপুর কণ্ঠ।

হাজীগঞ্জের বড়কুল পূর্ব ইউনিয়নের বড়কুল রামকানাই উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড কুমিল্লা। রোববার (২৬ জানুয়ারি, ২০২৫) বোর্ডের বিদ্যালয় পরিদর্শক কর্তৃক প্রেরিত এক পত্রের আলোকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। যার স্মারক নং- ২.০৭.১৩.০০০০.২১২-২২.৩৫.৬২৭২।

জানা যায়, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা, ২০২৪ এর ৬৪ (১৩) ধারা অনুযায়ী বড়কুল রামকানাই উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির (এডহক) অনুমোদন দেওয়া হয়েছে। চার সদস্য বিশিষ্ট কমিটির বোর্ড কর্তৃক মনোনীত সভাপতি হলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান। অপর সদস্যরা হলেন : উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক মনোনীত অভিভাবক সদস্য ও হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাসান মাহমুদ, পদাধিকার বলে সদস্য সচিব বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল হক ও জেলা শিক্ষা কর্মকর্তা কর্তৃক মনোনীত শিক্ষক প্রতিনিধি মোহাম্মদ ইমান হোসেন।

উল্লেখ্য, একই দিনে বোর্ড কর্তৃক মনোনীত পৌরসভাধীন হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, বাকিলা ইউনিয়নের বাকিলা উচ্চ বিদ্যালয় ও কালচোঁ দক্ষিণ ইউনিয়নের আলবান্না বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়