প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৫, ০০:২৩
চাঁদপুর শহরে সিএনজি অটোরিকশার ৫টি স্ট্যান্ড রাখার দাবিতে স্মারকলিপি প্রদান
চাঁদপুর শহরে সিএনজি অটোরিকশার ৫টি স্ট্যান্ড রাখার দাবিতে রাজপথে নেমেছে শ্রমিক ও মালিকরা। এতে অন্তত ১৫০০ শ্রমিক মালিক একত্রিত হয়ে নানা স্লোগানে রাস্তা মুখরিত করে তোলে। পরে তারা চাঁদপুর শহরে ১ ফেব্রুয়ারি হতে সিএনজি অটোরিকশা চলাচল করতে না পারার সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করে মোট ৯ দফা দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন। রোববার (২৬ জানুয়ারি ২০২৫) বিকেলে স্মারকলিপি গ্রহণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।
|আরো খবর
এ সময় গণমাধ্যমকে আন্দোলনকারীরা জানান, দ্রুত সময়ে দাবির বিষয়ে কোনো সন্তোষজনক পদক্ষেপ না দেখলে রাজপথে কঠোর আন্দোলন করা হবে। এক্ষেত্রে হুঁশিয়ারি দেন সিএনজি অটোরিকশার শ্রমিক মালিকরা। এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা জাতীয়তাবাদী সিএনজি অটোরিকশা শ্রমিক দলের সভাপতি মো. মুকবুল হোসেন, সাধারণ সম্পাদক হালিম মাতাব্বর, সিনিয়র সহ-সভাপতি মো. ছোটন, জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি মো. রিপন হোসেন, সহ-সভাপতি মনজুর আলম, সহ- সাধারণ সম্পাদক মো. জুয়েল, পৌর সিএনজি অটোরিকশা শ্রমিক দলের আহ্বায়ক মনির মিয়াজী, সদস্য সচিব খোকন ফরাজী, সদর উপজেলা মালিক সমিতি কার্যকরী সভাপতি লিটন গাজীসহ অন্যরা।
ডিসিকে/এমজেডএইচ