প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫, ১৯:১৯
চাঁদপুর-কুমিল্লার ত্রিরত্ন : আহলে সুন্নাত ওয়াল জামাআতের কেন্দ্রীয় তিন যুগ্ম মহাসচিব

আহলে সুন্নাত ওয়াল জামাআত কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের যুগ্ম মহাসচিব পদে মনোনীত হয়েছেন চাঁদপুর ও কুমিল্লার তিন কৃতী সন্তান। এঁরা হচ্ছেন- কুমিল্লা জেলার বরুড়া উপজেলার কৃতী সন্তান, ঢাকা মোহাম্মদপুর কাদেরিয়া তৈয়্যবিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আল্লামা আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক, চাঁদপুরের ঐতিহ্যবাহী বাগাদী দরবার শরীফের পীর সাহেব, প্রাজ্ঞ সংগঠক আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী এবং হাজীগঞ্জ উপজেলার কৃতী সন্তান, অভিজ্ঞ সংগঠক আল্লামা আ.ন.ম মাসউদ হোসাইন আল-কাদেরী।
|আরো খবর
আহলে সুন্নাত ওয়াল জামাআতের তিনটি কেন্দ্রীয় কমিটিসহ দ্বিধাবিভক্ত আহলে সুন্নাত ওয়াল জামাআতকে একীভূত করে 'সম্মিলিত আহলে সুন্নাত ওয়াল জামাআত' নামে সংগঠনের জাতীয় কাউন্সিল ঢাকা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে শনিবার (২৩ আগস্ট ২০২৫) অনুষ্ঠিত হয়। এই কাউন্সিলে চাঁদপুর ও কুমিল্লার এই ত্রিরত্নকে যুগ্ম মহাসচিব মনোনীত করা হয়। সাংগঠনিক প্রজ্ঞা এবং অভিজ্ঞ এই তিন নেতা বহু বছর যাবত সারাদেশে আহলে সুন্নাত ওয়াল জামাআতের সাংগঠনিক কার্যক্রম করে যাচ্ছেন। এছাড়া দ্বিধাবিভক্ত আহলে সুন্নাত ওয়াল জামাআতকে ঐক্যবদ্ধ করার জন্যও তাঁরা দীর্ঘদিন যাবত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁদেরকে চাঁদপুর জেলা আহলে সুন্নাত ওয়াল জামাআতের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।