সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৫, ২০:২৯

নতুন বাজার ব্যবসায়ী সমিতির বার্ষিক সাধারণ সভা

বাদল মজুমদার
নতুন বাজার ব্যবসায়ী সমিতির বার্ষিক সাধারণ সভা

চাঁদপুর নতুনবাজার ব্যবসায়ী সমিতির বার্ষিক সাধারণ সভা সমিতির নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ জানুয়ারি ২০২৫) বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি আলহাজ্ব তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী।

সমিতির বিভিন্ন বিষয় তুলে ধরে সভাপতি তার বক্তব্যে বলেন, নতুন বাজার একসময় জাঁকজমকপূর্ণ ছিলো। শহর ও গ্রামের বিভিন্ন এলাকা থেকে আগত মানুষের কেনাকাটার আস্থার জায়গা ছিলো। আজ তা অনেকটা কমে গেছে। কী কারণে কমে গেছে তা আমাদের খতিয়ে দেখতে হবে।

তিনি ব্যবসায়ীদের উদ্দেশ্যে আরও বলেন, আপনাদের প্রতি আমাদের অনুরোধ, ক্রেতাদের সাথে ভালো ব্যবহার করবেন, সকল পণ্যে সীমিত ব্যবসা করবেন। ক্রেতাদের সাথে খারাপ আচরণ করবেন না। সামনে পবিত্র রমজান মাস আসছে, আপনাদের অধিক মুনাফার কারণে ক্রেতা যদি কষ্ট পায়, আপনারা আল্লাহর কাছে ঠেকা থাকবেন। আর আমরাও সমিতির পক্ষ থেকে সবাই মিলে অধিক মুনাফাকারীর বিরুদ্ধে আইনের সহায়তা নিবো। আপনারা যদি সৎভাবে ব্যবসা করেন, আমরা আপনাদের পাশে থাকবো। তিনি আরো বলেন, ইদানীং নতুন বাজারে কিশোর গ্যাং মাথাচাড়া দিয়ে উঠেছে। আমরা সবাই মিলে দলমত নির্বিশেষে প্রশাসনের সহযোগিতা নিয়ে তাদের দমন করবো।

সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন (জনু) হাওলাদারের পরিচালনায় বক্তব্য রাখেন সমিতির সহ-সভাপতি রেজাউল করিম, দেলোয়ার হোসেন খান, নাছির আহমেদ খান, আবুল পাটওয়ারী, সদস্য নাজমুল পাটওয়ারী, আঃ শুক্কুর মিজি প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়