সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৫, ১৭:৫১

এলাকায় শোকের মাতম

কচুয়ায় ৫ দিন পর আগুনে ঝলসে যাওয়া শিক্ষার্থী সামিয়ার মৃত্যু

মোহাম্মদ মহিউদ্দিন/মো. নাছির উদ্দিন
কচুয়ায় ৫ দিন পর আগুনে ঝলসে যাওয়া শিক্ষার্থী সামিয়ার মৃত্যু
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশু শিক্ষার্থী সামিয়া

কচুয়ায় ৫দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে মারা গেলো আগুনে দগ্ধ হওয়া স্কুল শিক্ষার্থী সামিয়া (৬) (ইন্না-----রাজিউন)। রোববার (২৬ জানুয়ারি ২০২৫) সকাল ১০টার দিকে ঢাকা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

সরেজমিনে গিয়ে জানা যায়, নিহত শিক্ষার্থী সামিয়া কচুয়া উপজেলার তেতৈয়া গ্রামের মিজানুর রহমানের মেয়ে। সে ছিলো ৪১নং তেতৈয়া সরকারি প্রাথমিক বিদালয়ের শিশু শ্রেণীর শিক্ষার্থী। গত ২১ জানুয়ারি দুপুর সাড়ে ১২ টার দিকে স্কুল ছুটি হওয়ার পর বড়ো বোনের জন্যে অপেক্ষা করতে গিয়ে অন্য শিক্ষার্থীদের সাথে খেলার ছলে আগুনের স্তূপে পড়ে গিয়ে তার শরীর ঝলসে যায়। তার চিৎকারে বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্যরা ছুটে এসে তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় । পরে কর্মরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে রেফার করেন।

সামিয়ার বাবা মিজানুর রহমান জানান, আগুনে দগ্ধ আমার মেয়ে সামিয়া ৫দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে আল্লাহর ডাকে রোববার সকাল ১০টায় বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় পরপারে চলে গেছে। এই কথা বলে তিনি কান্নায় ভেঙ্গে পড়েন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুক হাসান জানান, শিক্ষার্থী সামিয়া শিশু শ্রেণীর ছাত্রী। দুপুর ১২ টায় বিদ্যালয় ছুটির পর সে বড়ো বোনের জন্যে অপেক্ষা করতে গিয়ে অন্য শিক্ষার্থীদের সাথে মাঠে খেলা করে। বেলা সাড়ে ১২ টার দিকে আমি ক্লাসে থাকাকালীন দেখতে পাই, মেয়েটি শরীরে আগুন নিয়ে চিৎকার দিতে দিতে বিদ্যালয়ের বারান্দার দিকে ছুটে আসছে। আমি ও নতুন বই নিতে আসা বরুচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সোহেল রানা সহ তাৎক্ষণিক ছুটে গিয়ে মেয়েটির জামা ছিঁড়ে ফেলি। এ সময় আমাদের উভয়ের দুহাত ঝলসে যায়। ততক্ষণে মেয়েটির শরীরের ৭০ শতাংশ পুড়ে যায়। পরে তাকে দ্রুত উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে ঢাকা রেফার করেন। তার চিকিৎসার জন্যে আমরা শিক্ষকরা নগদ অর্থ দিয়ে সহায়তা প্রদান করেছি এবং সার্বক্ষণিক তার খোঁজ খবর রেখেছি। তার অকাল মৃত্যুতে আমরা শিক্ষক পরিবার মর্মাহত ও শোকাহত।

এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পারভীন সুলতানা জানান, শিশু শিক্ষার্থী সামিয়া অগ্নিদগ্ধ হওয়ার পর থেকে তার চিকিৎসার খোঁজ খবর সবসময় নিয়েছি। তার অকাল মৃত্যুতে আমি ও শিক্ষক পরিবার মর্মাহত ও শোকাহত। আমরা অফিসের কর্মকর্তা ও শিক্ষক নেতৃবৃন্দকে নিয়ে নিহত শিক্ষার্থী সামিয়ার বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সমাবেদনা জ্ঞাপন করেছি। এদিকে বিদ্যালয়ে গিয়ে আগুনে ঝলসে যাওয়ার ঘটনায় বিদ্যালয়ের অভিভাবক ও স্থানীয়দের মাঝে ক্ষোভ বিরাজ করতে দেখা গেছে। তাদের দাবি, বিদ্যালয়ের শিক্ষকদের অসাবধানতার কারণে শিশু শিক্ষার্থী সামিয়া আক্তারের মৃত্যু হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়