বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৫, ১৬:২৯

মতলব উত্তরে মাসিক আইন শৃঙ্খলা ও সাধারণ সভা

মাহবুব আলম লাভলু
মতলব উত্তরে মাসিক আইন শৃঙ্খলা ও সাধারণ সভা

মতলব উত্তর উপজেলা পরিষদের জানুয়ারি ২০২৫ মাসের আইন শৃঙ্খলা ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জানুয়ারি ২০২৫) সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি।

সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন মতলব উত্তর থানার ওসি মো. রবিউল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবু সাইদ, উপজেলা কৃষি অফিসার ফয়সাল মোহাম্মদ আলী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় চন্দ্র দাস, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাছিমা বেগম, মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফুল আলম, প্রাথমিক শিক্ষা অফিসার আকতার হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আবু তাহের, মোহনপুর নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মোজাম্মেল হক, গজরা ইউপি চেয়ারম্যান শহীদ উল্লাহ প্রধান, ইসলামাবাদ ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন মুকুল, বাগানবাড়ি ইউপি চেয়ারম্যান আল মামুন জমাদার, সুলতানাবাদ ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক খোকন, ষাটনল ইউপি চেয়ারম্যান ফেরদৌস আলম সরকার, সাংবাদিক বোরহান উদ্দিন ডালিম, সাংবাদিক আরাফাত আল-আমিন, সাংবাদিক জাকির হোসেন বাদশা, সাংবাদিক মমিনুল ইসলাম, সাংবাদিক সুমন আহমেদ কর্মকর্তা ও জনপ্রতিনিধিগণ।

সভায় মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু কাটা, মাদক নির্মূল, বাল্যবিবাহ প্রতিরোধ, সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী ড্রেজিং পাইপ উচ্ছেদ, কৃষি জমি বিনষ্ট সহ নানান সমস্যা তুলে ধরে বক্তব্য রাখেন বক্তাগণ। উপজেলা প্রশাসন, থানা পুলিশ, নৌপুলিশ, কোস্ট গার্ড ও সেনাবাহিনীকে যৌথ অভিযান চালিয়ে এসব অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধ করার জন্যে অনুরোধ জানান বক্তারা।

ডিসিকে/এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়