প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৫, ২১:০৫
চাঁদপুর এমএ খালেক উচ্চ বিদ্যালয় ও কলেজে বার্ষিক ক্রীড়া
‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কচুয়া উপজেলার চাঁদপুর এমএ খালেক মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় ও কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার কলেজ মাঠে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ মো. মোশারেফ হোসেন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ হেলাল চৌধুরী।
|আরো খবর
কলেজের পদার্থ বিজ্ঞানের প্রভাষক মো. সোহেল আহমেদের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে কলেজের শিক্ষক, শিক্ষিকা, অভিভাবক, শিক্ষার্থীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার সামগ্রী বিতরণ করেন অতিথিবৃন্দ।