মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৫, ০৩:১৯

পল্লবীতে ‘ব্লেড বাবু’ হত্যাকাণ্ডে আসামি ‘কুত্তা রাব্বি’ গ্রেপ্তার

ব্লেড বাবু ও কুত্তা রাব্বির চাঞ্চল্যকর তথ্য

মো. জাকির হোসেন
ব্লেড বাবু ও কুত্তা রাব্বির চাঞ্চল্যকর তথ্য
ছবি : সংগৃহীত

রাজধানীর পল্লবীতে চাঞ্চল্যকর মঞ্জুরুল ইসলাম বাবু ওরফে ব্লেড বাবু হত্যাকাণ্ডে অন্যতম অভিযুক্ত রাব্বি ওরফে ‘কুত্তা রাব্বি’কে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা মিরপুর বিভাগ (ডিবি)। শনিবার (২৬ জানুয়ারি) রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পল্লবী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২০ জানুয়ারি পল্লবীর বঙ্গবন্ধু কলেজের পশ্চিম পাশের একটি নতুন রাস্তায় আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জেরে মঞ্জুরুল ইসলাম বাবুকে প্রতিপক্ষ এলোপাতাড়ি ছুরিকাঘাত ও মারধর করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে নেওয়া হলে অবস্থার অবনতি হলে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই ঘটনায় নিহত বাবুর স্ত্রী রাবেয়া আক্তার মিম বাদী হয়ে পরদিন (২১ জানুয়ারি) পল্লবী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। হত্যাকাণ্ডের পর থানা পুলিশ ও গোয়েন্দা বিভাগ যৌথভাবে অভিযানে নামে।

ডিবি পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করা হয়। এরই মধ্যে ২৪ ঘণ্টার কম সময়ে অভিযুক্ত তুফান ও মুরাদকে গ্রেপ্তার করা হয়। সর্বশেষ শনিবার রাত ১টার দিকে কুত্তা রাব্বিকে গ্রেপ্তার করা হয়।

এ পর্যন্ত ‘ব্লেড বাবু’ হত্যায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে ডিবি। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ডিসিকে/এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়