বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৫, ১৯:৩৪

স্কাউটস ডে ক্যাম্পে ইউএনও সুলতানা রাজিয়া

আমরা এমন একটি মেধাবী জাতি চাই, যারা লেখাপড়া, ক্রীড়া, সংস্কৃতি ও স্কাউটিংয়ে নেতৃত্ব দেবে

প্রবীর চক্রবর্তী
আমরা এমন একটি মেধাবী জাতি চাই, যারা লেখাপড়া, ক্রীড়া, সংস্কৃতি ও স্কাউটিংয়ে নেতৃত্ব দেবে

ফরিদগঞ্জের গাজীপুর মুসলিম উচ্চ বিদ্যালয়ে স্কাউটস ডে ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জানুয়ারি ২০২৫) এর উদ্বোধন করেন চাঁদপুর জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রুহুল্লাহ। বিকেলে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্কাউটস সভাপতি সুলতানা রাজিয়া বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের এবং বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেন।

তিনি তাঁর বক্তব্যে বলেন, গাজীপুর মুসলিম উচ্চ বিদ্যালয়ের স্কাউটস ডে ক্যাম্প, বার্ষিক ক্রীড়া উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন আমাকে মুগ্ধ করেছে। চাঁদপুর নিয়ে যেই গানটি তাতে চাঁদপুরকে এগিয়ে নিতে ভেলায় উঠতে বলেছে। আশা করছি এখানকার শিক্ষার্থীরা শুধু চাঁদপুর বা ফরিদগঞ্জ নয়, পুরো বাংলাদেশকে এগিয়ে নিতে মুখ্য ভূমিকা পালন করবে। আমরা এমন একটি মেধাবী জাতি চাই, যারা লেখাপড়া, ক্রীড়া, সংস্কৃতি এবং স্কাউটিংয়েও নেতৃত্ব দেবে। নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখতে হলে আমাদের অলরাউন্ডার হতে হবে। এই বিদ্যালয়ের শিক্ষার্থীদের দেখে আমি অনুপ্রাণিত। তারা এগিয়ে যাবেই নির্ধারিত লক্ষ্য পূরণে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ. লতিফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কাউটস চাঁদপুরের সহকারী পরিচালক পূরবী সরকার, ফরিদগঞ্জ থানার ওসি (তদন্ত) রাজীব চক্রবর্তী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একে মোহাম্মদ আলী জিন্নাহ, একাডেমিক সুপারভাইজার আব্দুল্লাহ আল মামুন, চাঁদপুর জেলা স্কাউটস-এর সাবেক কমিশনার সামছুল আমিন, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য ইদ্রিছ মিয়া, ব্যবস্থাপনা কমিটির সদস্য মমিন খান, পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক মিয়াজী, ফরিদগঞ্জ উপজেলা স্কাউটস-এর সাবেক সাধারণ সম্পাদক সফিকুর রহমান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়