প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৫, ১৯:৫৮
স্কাউটস আন্দোলনকে সর্বত্র ছড়িয়ে দিতে হবে
ফরিদগঞ্জে স্কাউটসের ত্রৈ-বার্ষিক কাউন্সিলে ইউএনও
বাংলাদেশ স্কাউটস ফরিদগঞ্জ উপজেলা শাখার ত্রৈ-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি ২০২৫) বিকেলে অনুষ্ঠিত এই কাউন্সিলে নয়া কমিটি গঠিত হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা স্কাউটস এডহক কমিটির সদস্য সচিব ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একে মোহাম্মদ আলী জিন্নাহর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া। তিনি তাঁর বক্তব্যে বলেন, নিয়মানুবর্তিতার একটি বড়ো জায়গা হলো স্কাউটস। স্কাউটস আমাদেরকে সাহসী হতে শেখায়, কর্তব্যবোধ শেখায় এবং নিয়মাবর্তিতা শেখায়। তাই আমাদের স্কাউটস আন্দোলনকে সর্বত্র ছড়িয়ে দিতে হবে। স্কাউটসরা যে কোনো দুর্যোগে বা জরুরি সময়ে জনগণের পাশে দাঁড়ায়। শিক্ষার পাশাপাশি স্কাউটিং আমাদেরকে উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে সহায়তা করে। এজন্যে আপনারা যারা নতুন নেতৃত্বে এসেছেন বা পূর্বে যারা ছিলেন, আপনারা প্রত্যেকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস চাঁদপুর জেলা শাখার সদস্য সচিব ও স্কাউটস সহকারী পরিচালক পূরবী সরকার শম্পা ও ফরিদগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা শিরিন সুলতানা। এছাড়া অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা স্কাউটসের সাবেক কমিশনার শামছুল আমিন এলটি, উপজেলা স্কাউটস-এর সাবেক সম্পাদক শফিকুল ইসলাম, সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক জাহাঙ্গীর আলম পাটওয়ারী ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির।
আলোচনা শেষে গাজীপুর মুসলিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফ খানকে ফরিদগঞ্জ উপজেলা স্কাউটস সম্পাদক, ফরিদগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাছিনা আক্তারকে স্কাউটস কমিশনার, সন্তোষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মিজানুর রহমানকে যুগ্ম সম্পাদক ও পূর্ব বড়ালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ ইব্রাহিম মিয়াকে কোষাধ্যক্ষ নির্বাচিত করা হয়। এছাড়া সহ-সভাপতি হিসেবে আদর্শ একাডেমির প্রধান শিক্ষক মো. হারুন অর রশিদ (মাধ্যমিক), গাজীপুর আহাম্মদিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ গিয়াস উদ্দিন সর্দার (মাদ্রাসা), বদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিল্লাল হোসেন পাটওয়ারী (প্রাথমিক), গ্রুপ কমিটির সভাপতি হিসেবে কেরোয়া হোসনে আরা বেগম আদর্শ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক কুমার রাউত, দক্ষিণ হর্ণি সৈয়দ তাহেরিয়া দাখিল মাদ্রাসার সুপার মো. জয়নাল আবেদীন (মাদ্রাসা), বড়গাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মো. বিল্লাল হোসেন খান (প্রাথমিক), ইসলামগঞ্জ সরকারি প্রাথামিক বিদ্যালয়ের বোরহান উদ্দিন (প্রাথমিক)কে নির্বাচিত করা হয়।