প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৫, ১৮:৩০
বাংলাদেশ স্কাউট ও গাইড ফেলোশিপের শীতবস্ত্র বিতরণ ও চাঁদপুর জেলা শাখার কমিটি গঠন
চাঁদপুর প্রেসক্লাবে শহরের নদীর পাড় ও চরাঞ্চলের গরীব অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার (৩ জানুয়ারি ২০২৫) সকাল ১১ টায় চাঁদপুর প্রেসক্লাবে বাংলাদেশ স্কাউট ও গাইড ফেলোশিপের উদ্যোগে ৪ শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
|আরো খবর
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের ডিজি ও বিএসজিএফ-এর সহ-সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. শামসুল আলম খান (বিএসপি, এএফ ডব্লিউসি, পিএসসি, পিইএনজি, পিএইচডি)। বিশেষ অতিথি ছিলেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ, পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) সুদীপ্ত রায়, সংগঠনের সাধারণ সম্পাদক মুকুল আনোয়ার, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি রহিম বাদশা ও সাধারণ সম্পাদক কাদের পলাশ । অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএসজিএফ-এর আন্তর্জাতিক সম্পাদক জুলফিকার আলী চৌধুরী, যুগ্ম সম্পাদক এমএ ওয়াহেদ, সহ- কোষাধ্যক্ষ মো. আফতাবুর রহমান, নির্বাহী সদস্য সাদেক হোসেন সানি, রোটারিয়ান অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ প্রমুখ।
একই দিনে চাঁদপুর জেলা স্কাউট অফিসে চাঁদপুর জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন ও ফেলোশিপের কার্যালয় উদ্বোধন করা হয়। আহ্বায়ক কমিটির আহ্বায়ক সুফী খায়রুল আলম খোকন ও সদস্য সচিব অ্যাডভোকেট এটিএম মোস্তফা কামাল। চাঁদপুর জেলা স্কাউট কেন্দ্রে চাঁদপুর জেলা শাখার উদ্বোধনী সমাবেশ অনুষ্ঠিত হয়।