সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৫, ২০:৩৭

ফরিদগঞ্জে ফ্রি সেচ- পানি পেলো দুটি গ্রামের সহস্রাধিক কৃষক

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট
ফরিদগঞ্জে ফ্রি সেচ- পানি পেলো দুটি গ্রামের সহস্রাধিক কৃষক
কৃষকদের জন্যে ফ্রি সেচ ব্যবস্থাপনা কার্যক্রম উদ্বোধন করেন সমাজসেবক ও সমবায়ী মো. জসিম উদ্দিন শেখ।

গেল দুই মৌসুমে সেচ পানির অভাবে ধান আবাদ করতে পারেনি একহাজার কৃষক। এবারও অনাবাদি থাকবে জমি এমন শঙ্কায় ছিলেন তারা। এমন খবরে কৃষকের পাশে এসে দাঁড়ালেন একজন সফল সমবায়ী। এতে খুশি কৃষক। বিনা খরচে সেচ সুবিধায় সকল জমি ফসলে ভরে উঠবে, ঘুচবে বেকারত্ব--আশা সচেতন মহলের।

ফরিদগঞ্জের খাড়খাদিয়া ও সকদিরামপুর এলাকা। গেল দুবছর অনাবাদি ছিলো অন্তত একশ’ একর জমি। এবারও একই অবস্থা হওয়ার কথা। কিন্তু না এবার আর তেমনটি হলো না। ব্যক্তি উদ্যোগে ফ্রি সেচ সুবিধা পাওয়ায় খুশি এলাকার কৃষক।

স্থানীয় কৃষক আলী আহম্মদ, সফিক মিয়া ও জমির উদ্দীন বলেন, গত দুই বছর এলাকায় এ মৌসুমে ধান আবাদ করা যায়নি। শুধুমাত্র সেচ- পানির অভাবে। এবার জসিম শেখ পানির ব্যবস্থা করে দেয়ায় ধান আবাদ করা যাবে। আশা করি ভালো ফলন হবে।

সম্প্রতি সরকারি খাল থেকে পাম্পের মাধ্যমে পানি সরবরাহের ব্যবস্থা করেন চান্দ্রা শিক্ষিত বেকার সমবায় সমিতির চেয়ারম্যান মো. জসিম উদ্দীন শেখ। কৃষি জমি অনাবাদি থাকবে, এটা দেশের জন্য শুভকর নয়। দেশের প্রতিটি এলাকায় কৃষকের পাশে সামর্থ্যবানরা এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

সচেতন মহল বলছে, এটি নিশ্চয় ভালো কাজ। ব্যক্তির চেয়ে সামষ্টিকভাবে মানুষকে সহযোগিতা করা বিশেষ বিষয়। এতে বেকারত্ব ঘোচানোর পাশাপাশি খাদ্য উৎপাদনে দেশের সক্ষমতা বাড়বে।

স্থানীয় শিক্ষানুরাগী মো. মজিবুর রহমান বলেন, স্থানীয়ভাবে কৃষকদের পাশে ধনবান ব্যক্তিদের এগিয়ে আসা প্রয়োজন। তবেই কোনো ফসলি জমি অনাবাদী থাকবে না।

সুশাসনের জন্য নাগরিক-এর চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক রহিম বাদশা বলেন, কৃষকদের কথা এভাবে প্রতিটি সচেতন মহলকে ভাবা প্রয়োজন। তবেই বাংলাদেশের মানুষ খাদ্যের জন্য স্বনির্ভরতা অর্জন করবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়