প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৫, ২১:১৯
কচুয়ায় আরাফাত রহমান কোকোর ১০ম মৃত্যুবার্ষিকী পালন
কচুয়ায় সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর ১০তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। কচুয়া উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক মোহাম্মদ মোশাররফ হোসেনের নির্দেশে শুক্রবার (২৪ জানুয়ারি ২০২৫) সন্ধ্যায় কচুয়া উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠনের আয়োজনে বারৈয়ারা বাজারের দলীয় কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
|আরো খবর
উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হুমায়ুন কবির প্রধানের সভাপতিত্বে ও পাথৈর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলমাছ মিয়াজীর পরিচালনায় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য মো. শাহাজান মজুমদার, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান পাঠান, সদস্য সচিব মনজুর আহমেদ সেলিম, যুগ্ম আহ্বায়ক মকবুল হোসেন মিয়াজী, বিএনপি নেতা মামুন দেওয়ান, উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন মজুমদার, সদস্য সচিব অ্যাড. মাসুদ প্রধানীয়া, উপজেলা ছাত্রদলের সভাপতি মো. মোস্তফা কামাল প্রধান, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক কামরুজ্জামান কামরুল, অর্থ সম্পাদক আকিব মাহমুদ, বিতারা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মোস্তফা কামাল ডিস, সিনিয়র যুগ্ম আহ্বায়ক গাজী মিয়া, বিতারা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শেখ ফরিদ মেম্বার, সদস্য সচিব রকিবুল ইসলাম খোকন, পাথৈর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবু হানিফ প্রধান প্রমুখ।
এ সময় পাথৈর ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তফা কামাল মাস্টার, সাচার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ, বিতারা ইউনিয়ন বিএনপির সভাপতি শহীদ ভূইয়া, সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরী, সাচার ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রাজ্জাক ভূইয়াসহ বিভিন্ন ইউনিয়নের দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। পরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও আরাফাত রহমান কোকোর জান্নাতময় জীবন কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করা হয়।