সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৫, ১৮:৪৬

কচুয়ায় 'তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ' শীর্ষক কর্মশালা

সাধারণ শিক্ষার চেয়ে কারিগরি শিক্ষার গুরুত্ব ক্রমেই বেড়ে চলছে : কাজী ফারুক আহমেদ

বিশেষ প্রতিনিধি
সাধারণ শিক্ষার চেয়ে কারিগরি শিক্ষার গুরুত্ব ক্রমেই বেড়ে চলছে : কাজী ফারুক আহমেদ
কচুয়া টেকনিক্যাল স্কুল ও কলেজের বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করছেন কারিগরি শিক্ষা অধিদপ্তর কুমিল্লার আঞ্চলিক পরিচালক (উপ সচিব) কাজী ফারুক আহমেদ ।

কচুয়ায় 'তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ' শীর্ষক কর্মশালা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৬ জানুয়ারি ২০২৫) কচুয়া সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের আয়োজনে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কারিগরি শিক্ষা অধিদপ্তর, কুমিল্লা-এর আঞ্চলিক পরিচালক (উপ সচিব) কাজী ফারুক আহমেদ। এ সময় তিনি বলেন, কারিগরি শিক্ষার মাধ্যমে দক্ষ মানব সম্পদ তৈরিতে টেকনিক্যাল স্কুল ও কলেজ অগ্রণী ভূমিকা রাখছে।কারিগরি শিক্ষা অর্জন করে কেউ বেকার নেই। সাধারণ শিক্ষার চেয়ে কারিগরি শিক্ষার গুরুত্ব ক্রমেই বেড়ে চলছে।

কলেজের অধ্যক্ষ কৃষিবিদ মো.আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও ইন্সট্রাক্টর (বাংলা) আনাছ আল জায়েদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো -অর্ডিনেটর মো. কফিল উদ্দিন, প্রতিষ্ঠানের ইন্সট্রাক্টর কামরুল হাসান, উম্মে হানি, মো. ছগীর আহমেদ, শাহিন আলম, নুরুল হুদা, অভিভাবক কচুয়া বার্তার সম্পাদক মো.আলমগীর তালুকদার প্রমুখ।

কর্মশালাশেষে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথিসহ অন্য অতিথিবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়