বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫  |   ২৬ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ২০:১১

ফরিদগঞ্জে তারুণ্যের উৎসবের সমাপনী দিনে লেখক ফোরামের সাংস্কৃতিক অনুষ্ঠান

শিশুদের সংস্কৃতিবান্ধব পরিবেশে রাখতে হবে : উপজেলা নির্বাহী অফিসার সুলতানা রাজিয়া

ফরিদগঞ্জ প্রতিনিধি
শিশুদের সংস্কৃতিবান্ধব পরিবেশে রাখতে হবে : উপজেলা নির্বাহী অফিসার সুলতানা রাজিয়া

তারুণ্যের জোয়ারে ভাসছে দেশ, দিন বদলের বাংলাদেশ। দেশ বদলের স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছে তরুণরা। এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই'। এসব স্লোগানকে সামনে রেখে ফরিদগঞ্জ উপজেলা প্রশাসন মাসব্যাপী তারুণ্যের উৎসব আয়োজন করে। এই উৎসবের সমাপ্তি টানা হয় সাংস্কৃতিক ও পুরস্কার প্রদান অনুষ্ঠানের মধ্য দিয়ে। মাসব্যাপী আয়োজনে পুরো উপজেলাজুড়ে ছিলো খেলাধুলা, সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতা, সেমিনার ও কর্মশালা।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি ২০২৫) রাতে সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে অনুভূতি প্রকাশ করতে গিয়ে উপজেলা নির্বাহী অফিসার সুলতানা রাজিয়া বলেন, তারুণ্যের এই জোয়ার বাংলাদেশকে বিশ্ব দরবারে নতুন করে তুলে ধরবে। তারুণ্যের হাত ধরে দেশ পরিবর্তন হবে। এ সময় তিনি লেখক ফোরামের সাংস্কৃতিক পরিবেশনায় মুগ্ধ হয়ে বলেন, লেখক ফোরাম চমৎকার আয়োজন করেছে। ছোট ছোট ছেলে-মেয়েদের আবৃত্তি, গান এবং নৃত্য ছিলো অসাধারণ। বিশেষ করে কোরাস আবৃত্তিটি ছিলো অসাধারণ। সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণে শিশুদের নিয়ে কাজ করতে হবে। আজকের শিশু আগামীতে দেশের নেতৃত্ব দেবে, দেশ গড়তে ভূমিকা রাখবে। অতএব শিশুদের সংস্কৃতিবান্ধব পরিবেশে রাখতে হবে।

ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ ও লেখক ফোরামের সাধারণ সম্পাদক তারেক রহমান তারুর যৌথ সঞ্চালনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন শত শত মানুষ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আর. এম. জাহিদ হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুমন ভৌমিক, উপজেলা প্রকৌশলী আবরার আহমেদ, কৃষি কর্মকর্তা কল্লোল কিশোর সরকার, তারুণ্য উৎসব উদযাপন কমিটির সদস্য সচিব যুব কর্মকর্তা মো. মেজবাহ উদ্দিন, মাধ্যমিক শিক্ষা অফিসার একে মোহাম্মদ আলী জিন্নাহ, একাডেমিক সুপারভাইজার আবদুল্লাহ আল মামুন, সহকারী শিক্ষা অফিসার আফতাব আহমেদ, ওয়ালি উল্লাহ প্রমুখ।

সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে রচনা, আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার প্রদান অনুষ্ঠান পরিচালনা করেন একাডেমিক সুপারভাইজার আবদুল্লাহ আল মামুন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়