প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ২২:০৮
দুর্গাপূজায় ভারতে যাবে ১ হাজার ২০০ টন ইলিশ

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে প্রতি বছরের মতো এবারও ভারতে ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। নীতিগতভাবে এ বছর ১ হাজার ২০০ মেট্রিক টন ইলিশ রপ্তানি করা হবে। বাণিজ্য মন্ত্রণালয় থেকে সোমবার (৮ সেপ্টেম্বর ২০২৫) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে উপসচিব এস এইচ এম মাগফুরুল হাসান আব্বাসী স্বাক্ষর করেছেন। এতে উল্লেখ করা হয়েছে, অনুমোদিত রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলোকে আগামী বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর ২০২৫) বিকেল ৫টার মধ্যে অফিস চলাকালীন সময়ে হার্ডকপিতে আবেদন দাখিল করতে হবে।
|আরো খবর
রপ্তানি অনুমোদনের জন্য আবেদনকারীদের হালনাগাদ ট্রেড লাইসেন্স, ইআরসি, আয়কর সার্টিফিকেট, ভ্যাট সার্টিফিকেট, বিক্রয় চুক্তিপত্র ও মৎস্য অধিদপ্তরের লাইসেন্সসহ প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। এছাড়া এরই মধ্যে যারা আহ্বান ছাড়াই আবেদন করেছেন, তাদেরকেও নতুন করে আবেদন জমা দিতে হবে।
সরকার প্রতি কেজি ইলিশের ন্যূনতম রপ্তানি মূল্য ১২ দশমিক ৫ মার্কিন ডলার নির্ধারণ করেছে।
এর আগে ২০২৩ সালে দুর্গাপূজা উপলক্ষে ভারতকে ৩ হাজার মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার। তবে পরে সেটি কমিয়ে ২ হাজার ৪২০ টনে আনা হয়েছিল।