সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৫, ১৭:০৮

সমাজকে এমনভাবে গড়ে তুলতে হবে, যাতে নতুন অপরাধ সৃষ্টি না হয় : ডেপুটি অ্যাটর্নি জেনারেল আহসান উল্লাহ

প্রবীর চক্রবর্তী
সমাজকে এমনভাবে গড়ে তুলতে হবে, যাতে নতুন অপরাধ সৃষ্টি না হয় : ডেপুটি অ্যাটর্নি জেনারেল আহসান উল্লাহ

সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাড. মো. আহসান উল্লাহ বলেছেন, আমাদের সমাজকে এমনভাবে গড়ে তুলতে হবে, যাতে নতুন করে অপরাধ সৃষ্টি না হয়। এতে ব্যক্তি, পরিবার, সমাজ এবং সর্বোপরি রাষ্ট্র উপকৃত হবে। খেলাধুলা সেই মাধ্যমগুলোর অন্যতম। তরুণ সমাজকে ক্রীড়ামুখি রাখতে পারলে তারা মাদকসহ অপরাধ কর্মে জড়িত হওয়ার সুযোগ পাবে না। তবে আবার যদি পড়ালেখা না করে শুধু খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকে, তাদের আগামী কর্মজীবন ব্যর্থতায় কাটাতে হবে। কারণ যারা ক্রীড়াঙ্গনে আছে, তাদের পড়ালেখাও প্রয়োজন।

শুক্রবার (২৪ জানুয়ারি ২০২৫) রাতে ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের নোয়াপাড়া মাদ্রাসা মাঠে নোয়াপাড়া নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫ আসর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথাগুলো বলেন। বিষুরবন্দ সামাজিক উন্নয়ন সংঘের প্রধান উপদেষ্টা মো. মোরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. শাহ্ আলম পিপিএম, পল্টন থানা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর আলম সংগ্রাম, ফরিদগঞ্জ উপজেলা যুবদলের সহ-সভাপতি আবুল বাসার সোহেল প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়