মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৫, ০৯:৪০

এভারগ্রীন ক্লাবের সিজন-১২ উপলক্ষে মতবিনিময় সভা

ক্রীড়া প্রতিবেদক
এভারগ্রীন ক্লাবের সিজন-১২ উপলক্ষে মতবিনিময় সভা

চাঁদপুর এভারগ্রীন ক্লাবের সিজন-১২ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ জানুয়ারি ২০২৫) রাতে শহরের স্টেডিয়াম রোড এলাকায় একটি রেস্টুরেন্টে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন চাঁদপুরের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও চাঁদপুর পৌরসভার প্রশাসক মো. গোলাম জাকারিয়া (উপ-সচিব)।

ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ডা. মো. জালাল উদ্দিন রুমীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও অইসিটি) এরশাদ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) একরামুল সিদিক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুপ্রভাত চাকমা, ক্লাবের মহাসচিব আবুল কালাম ভুইয়া, সহ-সভাপতি সৈয়দ মশিউর রহমান, চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য অ্যাড. ইয়াসিন আরাফাত ইকরাম, অনুষ্ঠানের হোস্ট মাসুদুর রহমান প্রমুখ।

ক্লাব কর্মকর্তা গিয়াস কবিরের পরিচালনায় উপস্থিত ছিলেন ক্লাব কর্মকর্তা সিরাজুল ইসলাম পাটওয়ারী, আলম মিয়াজী আলম, শাহাদাত হোসেন, দেলোয়ার খান, মাকসুদুর রহমান, মাইনুল ইসলাম পাটওয়ারী, লক্ষ্মণ চন্দ্র সরকার, মাসরুর হাসান ভুইয়া সোহাগ, সুলতান হোসেন, মনির হোসেন, মুরাদ হোসেন, ফারুক হোসেন, আব্দুল খালেক নয়ন সহ ক্লাবের কর্মকর্তারা।

প্রধান অতিথি মো. গোলাম জাকারিয়া তাঁর বক্তব্যে বলেন, আমি যতোটুকু দেখেছি, এ ক্লাবের সকলেই অনেক আন্তরিক। এখানে আসলে মনে হয় আমি আমার নিজের আঙ্গিনায় এসেছি। খেলাধুলার সাথে জড়িত মানুষের সংখ্যা খুবই কম। আমি খেলাধুলার সাথে জড়িত থাকতে চাই। এ ক্লাবটি খেলাধুলা ও সামাজিক কাজে এগিয়ে যাবে এই আশাই করছি।

অতিরিক্ত জেলা প্রশাসক (সাবিক) মোস্তাফিজুর রহমান বলেন, এ ক্লাবের সকলেই সারাদিন কর্মব্যস্ততার পর সন্ধ্যায় মিলিত হয়ে খেলাধুলা করেন। খেলাধুলার পাশাপাশি সকলের সাথে সকলেরই সুসম্পর্ক গড়ে উঠেছে। এখানে সকল পেশার লোকজনই ব্যাডমিন্টন খেলতে আসে।

অতিরিক্ত জেলা প্রশাসক এরশাদ উদ্দিন বলেন, ক্লাবে আসলে সকলের সাথে মিলনমেলা ঘটে। এ ক্লাবের সকলেই এভারগ্রীন থাকবে খেলাধুলার মাধ্যমে। খেলাধুলার মাধ্যমে সকলেই তাদের ভালো বিষয়গুলো ছড়িয়ে দিবে এটাই আশা করছি।

অতিরিক্ত জেলা প্রশাসক একরামুল সিদ্দিক বলেন, আমি মাঠে খেলতে আসি। এ ক্লাবটি আমার ঘরের মতো। ক্লাবের নিয়মিত কার্যক্রমে আমি আসি এবং আসবো। খেলাধুলার প্রতি সকলেই অনেক আন্তরিক এবং নিয়মিত খেলাধুলা চালিয়ে যাবে এটাই প্রত্যাশা করছি।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুপ্রভাত চাকমা বলেন, আমি খুবই আনন্দিত। আমি নিজে ব্যাডমিন্টন খেলি এবং খেলাধুলা পছন্দ করি। বিভিন্ন জনের ফেসবুক ও ওয়েবসাইটে দেখেছি, এভারগ্রীন ক্লাব নিয়মিত খেলাধুলার সাথে জড়িত রয়েছে। কাজের সাথে খেলাধুলা অনেক সহায়ক। সকলের সাথেই সম্পৃক্ততার বন্ধন হয়েছে এ ক্লাবের মাধ্যমে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়