প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৫, ১৯:৪৪
পুরাণবাজার সানরাইজ ক্লাব আয়োজিত ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদক কিশোর গ্যাং থেকে দূরে রাখতে হবে ------শেখ ফরিদ আহমেদ মানিক
বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রবাসীকল্যাণ বিষয়ক সম্পাদক ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক বলেছেন, খেলাধুলার মাধ্যমে আমাদের তরুণ ও যুব সমাজকে মাদক এবং কিশোর গ্যাং থেকে দূরে রাখতে হবে। পুরাণবাজার মধুসূদন হাইস্কুল মাঠে যে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে, এখানে আমাদের দলীয় অনেক নেতা-কর্মী জড়িত। কিন্তু আমি এই খেলাকে সার্বজনীন হিসেবে দেখতে চাই। আমি আশা করবো এই খেলা হবে পুরাণবাজার তথা চাঁদপুরের সকল জনগণের। সুতরাং আয়োজকদের বলবো, ফাইনাল খেলা যেদিন হবে সেদিন চাঁদপুরের ডিসি, এসপি, পৌর প্রশাসক, জেলা পরিষদের নির্বাহী ও ইউএনওকে এনে খেলা উপভোগ করাবেন।
|আরো খবর
শুক্রবার (২৪ জানুয়ারি ২০২৫) বিকেলে পুরাণবাজার মধুসূদন হাইস্কুল মাঠে স্থানীয় সানরাইজ ক্লাব আয়োজিত ফুটবল টুর্নামেন্ট -২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ রাজনীতিক আলহাজ্ব আব্দুল হামিদ মাস্টার, চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যাহ সেলিম।
বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল, চাঁদপুর পৌর বিএনপির আহ্বায়ক আক্তার হোসেন মাঝি, সদস্য সচিব অ্যাড. হারুনুর রশীদ, চাঁদপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক শাহজালাল মিশন, সদস্য সচিব অ্যাড. জাহাঙ্গীর হোসেন খান।
সানরাইজ ক্লাবের সভাপতি সঞ্জয় দাস সুমনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা বিএনপির প্রচার সম্পাদক শরিফ উদ্দিন আহমেদ পলাশ, পৌর বিএনপির সদস্য শহিদুল ইসলাম মক্কু, বোরহান খান, ক্রীড়া সংগঠক ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল আমিন আকাশ, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, জেলা ছাত্রদলের সভাপতি ইমাম হোসেন গাজী, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটোয়ারীসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক দর্শক, ক্রীড়ামোদী এ সময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানান সানরাইজ ক্লাবের কর্মকর্তাবৃন্দ। এরপর প্রধান অতিথি শেখ ফরিদ আহমেদ মানিককে টুর্নামেন্টের পক্ষ থেকে শুভেচ্ছা ক্রেস্ট তুলে দেন চাঁদপুর জেলা মৎস্যজীবী দলের সাবেক সভাপতি ও ক্রীড়া সামগ্রী ব্যবসায়ী সমিতির নেতা আলহাজ্ব আবুল কালাম জমাদার।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির সম্মানে পুরাণবাজার মধুসূদন উচ্চ বিদ্যালয় ও পুরাণ বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন করে। পরে পায়রা উড়িয়ে এই ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন শেখ ফরিদ আহমেদ মানিকসহ অতিথিবৃন্দ। উদ্বোধনী পর্বে অংশ নেয়া তালতলা স্পোর্টিং ক্লাব এবং পুরাণবাজার একাদশ ক্লাবের খেলোয়াড় ও কর্মকর্তাদের সাথে পরিচিত হন প্রধান অতিথি। এ সময় চাঁদপুরের ফুটবল অঙ্গনের কর্মকর্তা এবং প্রাক্তন ও বর্তমান ফুটবলারবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী খেলায় অংশ নেয় তালতলা স্পোর্টিং ক্লাব ও পুরাণবাজার একাদশ ক্লাব। দুই দলেই ঢাকা ও চাঁদপুর লীগের ভালো মানের খেলোয়াড়রা ছিলেন। মাঠের খেলায় দুই দলই সমান ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করেন। খেলার নির্ধারিত সময় উভয় দল গোল করার সুযোগ পেয়েছিলো। কিন্তু কোনো দলই গোল পায়নি। ফলে খেলার ফলাফল দাঁড়ায় গোলশূন্য ড্র।
বহু বছর পর রেকর্ড পরিমাণ দর্শকের উপস্থিতিতে পুরাণবাজার মধুসূদন মাঠে শুরু হওয়া এই ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা উপভোগ করা হয়।
প্রাক্তন ফুটবলারদের বিবেচনায় উদ্বোধনী ম্যাচে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়ে পুরস্কার পেয়েছেন পুরাণবাজার একাদশের সম্রাট।রেফারি হিসেবে খেলা পরিচালনা করেন পিন্টু। তাঁকে সহযোগিতায় ছিলেন তরুণ ও সুমন