রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৫, ১৫:৪৯

মতলব উত্তর থানা পুলিশ বিভিন্ন মাদকসহ আটক করেছে ৯জনকে

সংবাদদাতা
মতলব উত্তর থানা পুলিশ বিভিন্ন  মাদকসহ আটক করেছে ৯জনকে

উত্তর থানা পুলিশ কর্তৃক ১,২৫০ মিলিলিটার দেশীয় তৈরি চোলাই মদ, ১০০ গ্রাম গাঁজা, মাদক ক্রয়-বিক্রয়ের নগদ সাড়ে ১৫ হাজার টাকা এবং মাদকদ্রব্য সেবন ও ব্যবহারের বিভিন্ন সরঞ্জামসহ ৯জনকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি ২০২৫) মতলব উত্তর থানার এসআই মো. মিজানুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ সেনাবাহিনীর সহায়তায় যৌথ অভিযান পরিচালনা করাকালে রাত ৮টা ৫০ মিনিটের সময় মতলব উত্তর উপজেলাধীন বদরপুর সওদাগর পাড়াস্থ তারা মিয়া সওদাগরের বসতবাড়ির উঠান হতে ৯জনকে বিভিন্ন মাদক ও নগদ টাকাসহ আটক করেন। আটককৃতরা হচ্ছে : ১। মো. শামছুল হক (৩০), পিতা-মৃত নুরুল হক, সাং-গুলিস্থান, থানা-কোতয়ালী, ডিএমপি, ঢাকা, ২। মো. তারা মিয়া সওদাগর (৫৫), পিতা-মৃত মকবুল হোসেন সওদাগর, সাং-বদরপুর, সওদাগর পাড়া, থানা-মতলব উত্তর, ৩। মো. আক্তার হোসেন (৩৮), পিতা-মৃত খুরশিদ মিয়া, সাং-তিনপাড়া, বেপারী বাড়ি, থানা-দাউদকান্দি, জেলা-কুমিল্লা, ৪। মো. ফারুক (৩৭), পিতা-মোঃ মোমিন মিয়া, সাং-ভড়ঙ্গারচর, থানা-দাউদকান্দি, জেলা-কুমিল্লা, ৫। মো. সোহাগ (২৮), পিতা-মৃত মালেক মিয়া, সাং-বন্দর, শাহী মসজিদের পাশে, থানা-বন্দর, জেলা-নারায়ণগঞ্জ, ৬। খোরশেদ আলম প্রঃ খুইশ্যা পাগলা (৬০), পিতা-মৃত আয়াত আলী, সাং-গুয়াগাছিয়া, থানা-গজারিয়া, জেলা-মুন্সীগঞ্জ, ৭। মুজিবুর রহমান শেখ (৪৮), পিতা-মৃত আব্দুল আজিজ শেখ, সাং-গুনরাজদী, শেখ বাড়ি, থানা-চাঁদপুর সদর, জেলা-চাঁদপুর, ৮। নয়া মিয়া প্রঃ নাঈম (৪০), পিতা-মৃত ফুল মিয়া, সাং-মুরাদপুর, থানা-পাঁচলাইশ, সিএমপি, চট্টগ্রাম, ৯। মো. মান্নান (৫০), পিতা-মৃত মোহাম্মদ বাগ, সাং-জামালপুর, দক্ষিণকান্দি, ভবেরচর, থানা-গজারিয়া, জেলা-মুন্সিগঞ্জ। এদের দেহ তল্লাশি করে সর্বমোট ১,২৫০ মিলিলিটার দেশীয় তৈরি চোলাই মদ ( মূল্য অনুমান ২,৫০০ টাকা), ১০০ গ্রাম গাঁজা (মূল্য অনুমান ২০০০ টাকা), মাদক ক্রয়-বিক্রয়ের নগদ ১৫ হাজার ৫৮৯.৫০ টাকা ও মাদকদ্রব্য সেবন এবং ব্যবহারের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয় । ধৃত আসামীদের বিরুদ্ধে মতলব উত্তর থানায় এফআইআর নং-৩৭, তারিখ-২৪ জানুয়ারি ২০২৫; জি আর নং-৩৭, তারিখ-২৪ জানুয়ারি ২০২৫; ধারা-৩৬(১) সারণির ২৪(ক)/৩৬(১) সারণির ১৯(ক)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়