প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৫, ১৫:৪৯
মতলব উত্তর থানা পুলিশ বিভিন্ন মাদকসহ আটক করেছে ৯জনকে
উত্তর থানা পুলিশ কর্তৃক ১,২৫০ মিলিলিটার দেশীয় তৈরি চোলাই মদ, ১০০ গ্রাম গাঁজা, মাদক ক্রয়-বিক্রয়ের নগদ সাড়ে ১৫ হাজার টাকা এবং মাদকদ্রব্য সেবন ও ব্যবহারের বিভিন্ন সরঞ্জামসহ ৯জনকে গ্রেফতার করা হয়েছে।
|আরো খবর
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি ২০২৫) মতলব উত্তর থানার এসআই মো. মিজানুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ সেনাবাহিনীর সহায়তায় যৌথ অভিযান পরিচালনা করাকালে রাত ৮টা ৫০ মিনিটের সময় মতলব উত্তর উপজেলাধীন বদরপুর সওদাগর পাড়াস্থ তারা মিয়া সওদাগরের বসতবাড়ির উঠান হতে ৯জনকে বিভিন্ন মাদক ও নগদ টাকাসহ আটক করেন। আটককৃতরা হচ্ছে : ১। মো. শামছুল হক (৩০), পিতা-মৃত নুরুল হক, সাং-গুলিস্থান, থানা-কোতয়ালী, ডিএমপি, ঢাকা, ২। মো. তারা মিয়া সওদাগর (৫৫), পিতা-মৃত মকবুল হোসেন সওদাগর, সাং-বদরপুর, সওদাগর পাড়া, থানা-মতলব উত্তর, ৩। মো. আক্তার হোসেন (৩৮), পিতা-মৃত খুরশিদ মিয়া, সাং-তিনপাড়া, বেপারী বাড়ি, থানা-দাউদকান্দি, জেলা-কুমিল্লা, ৪। মো. ফারুক (৩৭), পিতা-মোঃ মোমিন মিয়া, সাং-ভড়ঙ্গারচর, থানা-দাউদকান্দি, জেলা-কুমিল্লা, ৫। মো. সোহাগ (২৮), পিতা-মৃত মালেক মিয়া, সাং-বন্দর, শাহী মসজিদের পাশে, থানা-বন্দর, জেলা-নারায়ণগঞ্জ, ৬। খোরশেদ আলম প্রঃ খুইশ্যা পাগলা (৬০), পিতা-মৃত আয়াত আলী, সাং-গুয়াগাছিয়া, থানা-গজারিয়া, জেলা-মুন্সীগঞ্জ, ৭। মুজিবুর রহমান শেখ (৪৮), পিতা-মৃত আব্দুল আজিজ শেখ, সাং-গুনরাজদী, শেখ বাড়ি, থানা-চাঁদপুর সদর, জেলা-চাঁদপুর, ৮। নয়া মিয়া প্রঃ নাঈম (৪০), পিতা-মৃত ফুল মিয়া, সাং-মুরাদপুর, থানা-পাঁচলাইশ, সিএমপি, চট্টগ্রাম, ৯। মো. মান্নান (৫০), পিতা-মৃত মোহাম্মদ বাগ, সাং-জামালপুর, দক্ষিণকান্দি, ভবেরচর, থানা-গজারিয়া, জেলা-মুন্সিগঞ্জ। এদের দেহ তল্লাশি করে সর্বমোট ১,২৫০ মিলিলিটার দেশীয় তৈরি চোলাই মদ ( মূল্য অনুমান ২,৫০০ টাকা), ১০০ গ্রাম গাঁজা (মূল্য অনুমান ২০০০ টাকা), মাদক ক্রয়-বিক্রয়ের নগদ ১৫ হাজার ৫৮৯.৫০ টাকা ও মাদকদ্রব্য সেবন এবং ব্যবহারের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয় । ধৃত আসামীদের বিরুদ্ধে মতলব উত্তর থানায় এফআইআর নং-৩৭, তারিখ-২৪ জানুয়ারি ২০২৫; জি আর নং-৩৭, তারিখ-২৪ জানুয়ারি ২০২৫; ধারা-৩৬(১) সারণির ২৪(ক)/৩৬(১) সারণির ১৯(ক)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।