সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৫, ১৫:৪৪

মতলব উত্তরে ইয়াবা ও গাঁজা সহ ৩ জন গ্রেফতার

মাহবুব আলম লাভলু
মতলব উত্তরে ইয়াবা ও গাঁজা সহ ৩ জন  গ্রেফতার
মতলব উত্তরে ইয়াবা ও গাঁজা সহ আটক তিন মাদক ব্যবসায়ী।

মতলব উত্তর উপজেলায় ইয়াবা ও গাঁজা সহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (২৫ জানুয়ারি ২০২৫) সন্ধ্যা ও রাতে চান্দ্রাকান্দি গ্রাম ও বেড়িবাঁধের ঋষি বাড়ির সামনে থেকে পৃথক দুটি অভিযানে মোজাম্মেল হক প্রকাশ মোজা (৩৮), মো. মহসিন (২৯) ও নয়ন মণি (৩০)কে আটক করা হয়।

মতলব উত্তর থানা সূত্রে জানা যায়, চাঁদপুরের পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিবের সার্বিক দিকনিদের্শনায় মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মো. রবিউল হকের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) খুরশীদ আলম সংগীয় ফোর্সসহ অত্র থানা এলাকায় গ্রেফতারি পরোয়ানা তামিল ও মাদকদ্রব্য উদ্ধারের বিশেষ অভিযান পরিচালনা করে শনিবার (২৫ জানুয়ারি ২০২৫) বিকেল ৫টায় সাদুল্লাহপুর ইউনিয়নস্থ চান্দ্রাকান্দি গ্রামের আসামীদ্বয়ের বাড়ির সামনের পাকা রাস্তার ওপর হতে ইছাক প্রধান মোজাম্মেল হক প্রকাশ মোজা (৩৮) এবং আবুল হোসেন ছেলে মো. মহসিন (২৯)কে গ্রেফতার করেন। আসামীদের দখল হতে ২৯ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন। ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে মতলব উত্তর থানায় এফআইআর নং-৩৮, তারিখ-২৫ জানুয়ারি ২০২৫; জিআর নং-৩৮, তারিখ- ২৫ জানুয়ারি, ২০২৫; ধারা-৩৬(১) সারণির ১০ (ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এ নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

অপরদিকে এসআই (নিরস্ত্র) জাফর আহাম্মেদ সংগীয় ফোর্সসহ একইদিন শনিবার (২৫ জানুয়ারি ২০২৫) রাত সাড়ে ১০ টায় মতলব উত্তর উপজেলাধীন বড়ো দূর্গাপুর সাকিনস্থ শ্রীরায়েরচর-মতলব বেড়িবাঁধের ঋষি বাড়ির সামনে পাকা রাস্তার ওপর হতে বড়ো দূর্গাপুর গ্রামের মৃত কালিচরণের সন্তান নয়ন মনি (৩০)কে গ্রেফতার করে। এ সময় তার হেফাজত হতে ৩৫০ গ্রাম গাঁজা উদ্ধার করেন। ধৃত আসামীর বিরুদ্ধে মতলব উত্তর থানার এফআইআর নং-৩৯, তারিখ-২৬ জানুয়ারি ২০২৫; জি আর নং-৩৯, তারিখ- ২৬ জানুয়ারি, ২০২৫; ধারা- ৩৬(১) সারণির ১৯(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এ নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মো. রবিউল হক জানান, আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নিয়ে আমরা কাজ করছি। আমাদের অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়