প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৫, ১৯:২৬
মতলব উত্তরে সাবেক মন্ত্রী নুরুল হুদার ৮ম মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাবেক সহ-সভাপতি, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক তথ্য ও সংস্থাপন প্রতিমন্ত্রী, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদার ৮ম মৃত্যুবার্ষিকী মতলব উত্তরে পালিত হয়েছে।
|আরো খবর
শনিবার (২৫ জানুয়ারি ২০২৫) বিকেলে মতলব উত্তর উপজেলার পাঠানবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সাদুল্লাপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সাদুল্লাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. তাজুল ইসলাম মিয়াজীর সভাপতিত্বে ও সাদুল্লাপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি নাজমুল হাসান প্রধানের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির কার্যনির্বাহী সদস্য আ. মান্নান লস্কর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাদুল্লাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মজিবুর রহমান সরকার, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু সাইদ গোলাম রাব্বানী মামুন। আরো উপস্থিত ছিলেন প্রবীণ বিএনপি নেতা বজলুল হক মাস্টার, সাদুল্লাপুর ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি জহিরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাহবুবুল আলম হেলাল, সাদুল্লাপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সাইদ সরকার, সাবেক সাধারণ সম্পাদক নোমান প্রধানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং মুসল্লিগণ।