প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৫, ১৭:২৮
মতলব দক্ষিণে জাহানারা আব্বাস হাজরা ফাউন্ডেশনের কম্বল বিতরণ
মতলব পৌরসভার ৯ নং ওয়ার্ডের হাজরা বাড়িতে জাহানারা আব্বাস হাজরা ফাউন্ডেশনের উদ্যোগে শনিবার (২৫ জানুয়ারি ২০২৫) সকাল সাড়ে ১১টায় গরিব ও অসহায়দের মাঝে ১০০ পিচ কম্বল বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন জাহানারা আব্বাস হাজরা ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. ফখরুল ইসলাম হাজরা, হাজরা ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মো. নুরুজ্জামান হাজরা, মতলব পৌর যুবদলের সাবেক সিনিয় যুগ্ম আহ্বায়ক মো. মোস্তফা গাজী, মো. কাকন সরকার, মো. আবুল খায়ের হাজরা, মো. মামুন হাজরা, মো. মোস্তফা হাজরা প্রমুখ । এ সময় হাজরা ফাউন্ডেশনের
পৃষ্ঠপোষক মো. নুরুজ্জামান হাজরা বলেন, গরিব ও অসহায়দের মাঝে আমাদের জাহানারা আব্বাস হাজরা ফাউন্ডেশন সব সময় কাজ করে এবং যে কোনো দুর্যোগের সময় এ সহযোগিতা অব্যাহত থাকবে।