প্রকাশ : ১৬ আগস্ট ২০২৩, ০১:০৭
মুন্সির হাট উচ্চ বিদ্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত।
মতলব দক্ষিণ উপজেলার মুন্সিরহাট উচ্চ বিদ্যালয়ের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। জাতীয় কর্মসুচির সাথে মিল রেখে দিবসের কার্যক্রম শুরু করা হয়। সকাল ৭ টায় জাতীয় পতাকা উত্তোলন করে অর্ধনমিত করা হয়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তৃতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।সকাল ১১ টায় বিদ্যালয়ের শ্রেণিকক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃছাখাওয়াত উল্লার সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক মোঃ কামাল হোসেনের ব্যবস্থাপনায় বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক মোঃ জালাল উদ্দিন, ম্যানেজিং কমিটির সদস্য মোঃ মাসুদ রানা, মোঃ জহিরুল ইসলাম গাজী, মোঃ হুমায়ূন প্রধানীয়া, মোঃ কবির হোসেন প্রধান, মোঃ মোস্তফা গাজী, সহকারি শিক্ষক কাজী শহিদুল্লাহ, সহকারী শিক্ষক হারুন অর রশিদ প্রমুখ শোক দিবসের আলোচনা সভা শেষে দোয়া ও মিলাদে আয়োজন করা হয়। মিলাদ পরিচালনা করেন বিদ্যালয় এর ধর্মীয় শিক্ষক মোঃআল আমিন ।এ সময় সকল শিক্ষক, ছাত্র-ছাত্রী ও কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।
|আরো খবর