রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৫, ১৪:৫৪

বাংলাদেশ দিল্লীপন্থীদের হাতে থাকবে না : উপদেষ্টা মো. মাহফুজ আলম

কামরুজ্জামান টুটুল

হাজীগঞ্জে ছাত্র-জনতার উদ্দেশ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, ফ্যাসিবাদ ও আওয়ামীপন্থীদের নির্বাচনে আসতে দেয়া হবে না। বাংলাদেশ দিল্লীপন্থীদের হাতে থাকবে না। শনিবার (২৫ জানুয়ারি ২০২৫) দুপুরে লক্ষ্মীপুরের রামগঞ্জে সরকারি সফরে যাওযার পথে হাজীগঞ্জ পশ্চিম বাজারের পথসভায় উপদেষ্টা মাহফুজ আলম আরো বলেন, আওয়ামী লীগ ফিরে আসলে ফ্যাসিবাদ ফিরে আসবে। ১৯৭৫ সালের আজকের এই দিনে শেখ মজিবুর রহমান বাকশাল প্রতিষ্ঠা করে ৪টি পত্রিকা ছাড়া বাকি সব পত্রিকা বন্ধ করে গণতন্ত্রকে নস্যাৎ করেছে। নব্য দেশের স্বাধীনতাকে ভূলুন্ঠিত করেছিলো। সেই সময়ে কয়েক হাজার বিরোধী নেতৃবৃন্দকে গুম করেছে। তার নির্দেশে সেই সময়ে আওয়ামীলীগের নেতা-কর্মীরা একই স্টাইলে গুম খুন করেছিলো। আমরা আর শেখ মুজিব আর শেখ হাসিনার শাসন আর চাই না।আমরা বাংলাদেশপন্থীদের হাতে বাংলাদেশ চাই। আমরা বলেছি বিএনপি, জামায়াত, আলেম ওলামা আছেন, তারাই বাংলাদেশে থাকবেন। বাংলাদেশে সুষ্ঠু একটি নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে পজিটিভ কম্পিটিশনের ভেতর দিয়ে গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠা করা হবে। তাঁরাই ইনসাফমূলক বাংলাদেশের শাসন ব্যবস্থা কায়েম করবে। যারা বাংলাদেশপন্থী তাদের মাধ্যমে নির্বাচন হবে। উপদষ্টা মাহফুজ আলম আরো বলেন, আমাদের সরকারের অগ্রাধিকারে রয়েছে গুম-খুন-ধর্ষণের বিচার করা, সংস্কার করা। ১৫/১৬ বছর যেটা সম্ভব হযনি, আমরা তা করবো। আমি হাজীগঞ্জবাসীকে বলবো, আমাদের সাথে থেকে সকল সংগ্রামে ঐক্যবদ্ধভাবে সুষ্ঠু নির্বাচন করার কাজে এগিয়ে আসবেন। বৈষম্যবিরোধী আন্দোলনে হাজীগঞ্জের যারা নিহত হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা ও যারা আহত হযেছেন তাদের জন্যে শুভ কামনা রইলো। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীলসহ মাননীয় উপদেষ্টার নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ, ডিবি পুলিশ ও হাজীগঞ্জের বৈষম্যবিরোধী আন্দোলনের কযেক শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়