প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৫, ১৯:৪৬
ফরিদগঞ্জে মাটিখেকোর কারাদণ্ড
ফসলি জমি থেকে মাটি কাটা ও বালুমহাল করার অভিযোগে ইউসুফ আলী কাজল নামে এক মাটিখেকোকে ১ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২৫ জানুয়ারি ২০২৫) বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এআরএম জাহিদ হাসানের আদালত এই আদেশ প্রদান করেন।
জানা গেছে, চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পূর্ব আলোনিয়া গ্রামের হাতেম পাটোয়ারীর বাড়ির সামনের ফসলি জমি থেকে ইউসুফ আলী কাজল দীর্ঘদিন ধরে মাটি কেটে বিক্রি করছিলেন। গোপন সূত্রে সংবাদ পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এআরএম জাহিদ হাসান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা খুঁজে পান। তাৎক্ষণিক তিনি ইউসুফ আলীকে ১ মাসের করাদণ্ড প্রদান করেন। এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট এআরএম জাহিদ হাসান জানান, দণ্ডিতের বিরুদ্ধে পরিবেশ বিনষ্ট করে লাগাতার মাটি কাটার অভিযোগ ছিলো। জনস্বার্থে এই ধরনের মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।