সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৫, ১৯:৩৪

ফরিদগঞ্জ খুনঝুড়ি শিল্প একাডেমির ফলাফল প্রকাশ

সাহিত্য ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে এগিয়ে নিতে প্রতিষ্ঠানগুলো একটি কাঠামোর মধ্য দিয়ে আসলে এসবের স্থায়িত্ব বাড়বে : লায়ন ফখরুল আহমেদ ফয়সাল

ফরিদগঞ্জ ব্যুরো
সাহিত্য ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে এগিয়ে নিতে প্রতিষ্ঠানগুলো একটি কাঠামোর মধ্য দিয়ে আসলে এসবের স্থায়িত্ব বাড়বে : লায়ন ফখরুল আহমেদ ফয়সাল

ফরিদগঞ্জে খুনঝুড়ি শিল্প একাডেমির ফলাফল প্রকাশ অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। শনিবার (২৫ জানুয়ারি ২০২৫) সকালে ফরিদগঞ্জ প্রেসক্লাবে সংগঠনের সভাপতি রাবেয়া আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মুকবুল স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান লায়ন ফখরুল আহমেদ ফয়সাল।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, সাহিত্য ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে এগিয়ে নিতে প্রতিষ্ঠানগুলোকে একটি কাঠামোর মধ্য দিয়ে আসলে এসব প্রতিষ্ঠানের স্থায়িত্ব বাড়বে। আমার বিশ্বাস সেই আলোকে খুনঝুড়ি শিল্প একাডেমি কাজ করছে। এখানকার শিক্ষার্থীরা অনেকে ইতোমধ্যে তাদের প্রতিভার উন্মেষ দেখাচ্ছে। যা আমাকে মুগ্ধ করেছে। আমি আমার বাবার নামে প্রতিষ্ঠিত সংগঠনের মাধ্যমে দেশি ও বিদেশি সংস্থার সহযোগিতায় খুনজুড়ি, প্রজ্জ্বলনসহ অন্য এমন প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে চেষ্টা করবো। আমার বাবা ফরিদগঞ্জে থাকাকালীন যেভাবে সমাজকর্ম করে গেছেন, তাঁর উত্তসূরি হিসেবে এর পুনরুজ্জীবন ঘটাতে চাই। ইতোমধ্যেই আমি কাজ শুরু করেছি। আমার পিতৃভূমিকে বাংলাদেশের কাছে পরিচিত করতে আমার প্রচেষ্টা অব্যাহত থাকবে। আশা করছি ফরিদগঞ্জের গণমাধ্যমকর্মী , সাহিত্য ও সস্কৃতি কর্মীরা আমাকে সহায়তা করবেন।

তারেক রহমান তারুর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠান, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা আফতাবুল ইসলাম, ফরিদগঞ্জ বঙ্গবন্ধু সরকারি কলেজের প্রভাষক মোবারক হোসেন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ, সাবেক সভাপতি নুরুন্নবী নোমান, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, ফরিদগঞ্জ বার্তার সম্পাদক ও প্রকাশক বিল্লাল হোসেন সাগর। আলোচনা শেষে কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়